বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। এর আগে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। যদিও টি টোয়েন্টি সিরিজে লড়াই এতটা সোজা হবে না। টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৬, ১৮ ও ২০ শে ফেব্রুয়ারি। প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলের একাদশে বড় ধরনের পরিবর্তন আসবে। চলুন দেখে নেওয়া যাক আগামীকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কেমন একাদশ নিয়ে ভারত মাঠে নামবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিংয়ে নামছেন অধিনায়ক রোহিত শর্মা ও ঋতুরাজ গায়কোয়াড়। ঘরোয়া ক্রিকেটে ঋতুরাজ গায়কোয়াড ভালো ফর্মে ছিলেন বলে। ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, লোকেশ রাহুল দলে নেই। তবে তা নিয়ে সমস্যা নেই। কারণ আমাদের হাতে বিকল্প হিসেবে ঋতুরাজ গায়কোয়াড আছে।
একই সঙ্গে ৩ নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। যদিও উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিশভ পন্থের চার নম্বরে নির্বাচিত হওয়া নিশ্চিত। পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন সূর্যকুমার যাদব। এমন পরিস্থিতিতে ৬ নম্বরে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দীপক হুডাকে বেছে নেওয়া একপ্রকার নিশ্চিত। এমতাবস্থায় অধিনায়ক রোহিত শর্মা শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষানকে প্রথম একাদশ থেকে বাদ দেবেন।
প্রথম একাদশটি কিছুটা এইরকম:
ঋতুরাজ গায়কোয়াড়
রোহিত শর্মা (অধিনায়ক)
বিরাট কোহলি
রিশভ পন্ত (উইকেটরক্ষক)
সূর্যকুমার যাদব
দীপক হুডা
শার্দুল ঠাকুর
দীপক চাহার
যুজবেন্দ্র চাহাল
হর্ষল প্যাটেল
মহম্মদ সিরাজ