মেসি, এমবাপ্পেদের দাপটে নাস্তানাবুদ হবে রিয়াল মাদ্রিদ, ভবিষ্যৎবাণী প্রাক্তন ইংরেজ গোলরক্ষকের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ রাতে পার্ক দে প্রিন্সেস-এ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেইন মুখোমুখি হবে সর্বাধিক ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল রিয়াল মাদ্রিদের। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মত দক্ষ তারকাদের বিরুদ্ধে ফর্মে থাকা বেনজেমা, ভিনিসিয়াসদের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।

এই ম্যাচের প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড জেমস মনে করেন যে মেসি, এমবাপ্পে এবং নেইমার জুনিয়রের মতো তিনজন তারকা থাকলেও পিএসজির কাজটা কঠিন হতে পারে। দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠা দলগুলির বিরুদ্ধে পিএসজি সমস্যায় পড়ে। আর সকলেই জানেন ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তর্কাতীতভাবে বর্তমানে বিশ্বের দ্রুততম কাউন্টার অ্যাটাক শানানো দলগুলির মধ্যে একটি।

সেই সঙ্গে ডেভিড জেমস এটাও জানিয়েছেন যে যদি রিয়াল মেসি-এমবাপ্পেদের নিজের স্বাভাবিক খেলা খেলতে দেয়। তাহলে রিয়ালের জন্য বিপদ অপেক্ষা করবে। কারণ একটি দল হিসেবে রিয়াল পিএসজির চেয়ে এগিয়ে থাকলেও পিএসজি দলে এমন কয়েকজন তারকা রয়েছেন যারা একার দমে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। রিয়াল কোচ কার্লো আনসেলত্তি অবশ্য সেটা চাইবেন না। যদিও রিয়ালের সাম্প্রতিক ফর্ম কিছুটা চিন্তায় রাখছে ভক্তদের।

benzema vinicius

তবে রিয়াল ভক্তদের জন্য সুখবর যে চোট কাটিয়ে এই ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন ফর্মে থাকা ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। তার এবং রিয়ালের ব্রাজিলিয়ান ওয়ান্ডারকিড ভিনিসিয়াসের মধ্যে তালমেল বজায় থাকছে পিএসজিকে বড় রকমের সমস্যায় পড়তে হতে পারে। তবে ঘরের মাঠে এই ম্যাচ কিছুতেই হারতে চাইবেন না মেসিরা। পিএসজির জন্য চিন্তার বিষয় হলো চোটের জন্য তারা প্রাক্তন রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার র‍্যামোস-কে পাবে না। ফলে দায়িত্ব অনেক বাড়বে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনসের।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর