বিস্তৃত হচ্ছে বাণিজ্যের পরিসর! এবার এই দেশের সঙ্গে ট্রেড ডিল সম্পর্কিত আলোচনা শুরু ভারতের

Published on:

Published on:

India will start trade deal with this country.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ভারত (India) ও বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার পথে বড় পদক্ষেপ নিল। রবিবার দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ঘোষণা করা হয়েছে যে ভারত ও বাহরিন একটি বিস্তৃত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত চুক্তিতেও অগ্রগতি ঘটানোর সিদ্ধান্ত হয়েছে। ভারতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাহরিনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রাশিদ আলজায়ানি। দুই নেতা বিভিন্ন খাতে সহযোগিতা বিস্তৃত করার উপায় নিয়ে বিশদে আলোচনা করেন।

ভারত (India) ও বাহরিন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের পথে:

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল দ্বৈত কর পরিহার চুক্তি (DTAA) নিয়ে অগ্রগতি। দুই দেশ একমত হয়েছে যে এই চুক্তির বিষয়ে আলোচনা শুরু করা হবে। DTAA কার্যকর হলে ভারত (India) ও বাহরিনের ব্যবসায়ীরা একই আয়ের ওপর দু’বার কর দিতে বাধ্য হবেন না, ফলে করব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও গতিময় হবে। বর্তমানে দু’দেশের মধ্যে ব্যবসা, প্রযুক্তি, আর্থিক খাত এবং কর্মসংস্থান সংশ্লিষ্ট বিষয়ে বিস্তৃত যোগাযোগ রয়েছে, ফলে এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন:পাকিস্তানে হিন্দু কিশোরীকে অপহরণ করে জোরপূর্বক মুসলিম বৃদ্ধের সঙ্গে বিয়ে! তারপরে যা হল…

বাহরিনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর ভারতের (India) সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার উদ্দেশ্য নিয়ে হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই কূটনৈতিক আলোচনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকের শুরুতেই জয়শঙ্কর গাজা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ভারতীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশা প্রকাশ করেন।

এদিনের বৈঠকে ভারত (India) ও বাহরিন প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, স্বাস্থ্য, ফিনটেক, মহাকাশ গবেষণা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করার বিষয়ে মতবিনিময় করেন। যৌথ বিবৃতিতে জানানো হয়, দুই দেশ ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, প্রসেসড ফুড, ধাতু এবং রত্ন-গয়না খাতে বাণিজ্যের পরিসর বাড়াতে এবং বৈচিত্র্য আনতে সম্মত হয়েছে।

India will start trade deal with this country.

আরও পড়ুন:হারিয়েছেন ভাইকে! ৪ মাস ধরে ঘরবন্দি বিমান দুর্ঘটনায় জীবিত রমেশ, স্ত্রী-ছেলের সঙ্গেও বলছেন না কথা

বাহরিন পশ্চিম এশিয়ায় ভারতের (India) অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী দেশ। সাম্প্রতিক কয়েক বছরে দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের পারস্পরিক বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে প্রায় ১.৬৪ বিলিয়ন মার্কিন ডলারে। এছাড়া বাহরিনে প্রায় ৩.৩২ লাখ ভারতীয় বাস করেন, যা সে দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। ভারত বর্তমানে বাহরিনের পাঁচটি সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশের একটি, যা দুই দেশের মধ্যে গভীর অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের প্রমাণ দেয়।

নতুন বাণিজ্য আলোচনা এবং DTAA বাস্তবায়নের পথে অগ্রগতি নিঃসন্দেহে ভারত (India)-বাহরিন সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে এবং ভবিষ্যতে দুই দেশের উন্নয়ন সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।