এশিয়ান গেমসে ভারতের ঐতিহাসিক যাত্রা! চীনের মাটিতে সব রেকর্ড ভেঙে ইতিহাস নীরজ, পালকদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি এশিয়ান গেমসে (2023 Asian Games) মোট ১০৭টি মেডেল জয় করে রেকর্ড গড়ে ফেললো ভারত (India)। চীনের হ্যাংজু-তে আয়োজিত ১৯তম এশিয়ান গেমসের আগের সংস্করণগুলোর যাবতীয় রেকর্ডকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লো ভারত। মোট ২৮টি স্বর্ণপদক, ৩৮টি রৌপ‍্যপদক এবং ৪১টি ব্রোঞ্জপদক জয় করে ভারতীয় দল ১০৭ টি পদক জয়ের ইতিহাস তৈরী করেছে। ২০২৩ সালে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত চতুর্থ স্থান পেয়ে নিজেদের অভিযান শেষ করলো।

১৯৫১ সালে প্রথমবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করে ভারত জয় করেছিল ৫১ টি পদক। এরপর ৩০ বছর ধরে ওটিই ছিল ভারতের এশিয়ান গেমসে শ্রেষ্ঠ পারফরম‍্যান্স। ১৯৮২ সালে সেই রেকর্ড ভেঙে ভারত দ্বিতীয়বার এশিয়ান গেমসে ৫০টির বেশি পদক জয় করার রেকর্ড করে। সেবার ভারতীয় দলের প্রাপ্ত পদক সংখ্যা ছিল ৫৭।

এরপর ভারতীয় দলকে আবার পদকের হাফ-সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয় আরো ২৪ বছর। ২০০৬ সালে ফের একবার পদকের দিক দিয়ে ৫০-এর গণ্ডি পার করে ভারত। তারপরেই অর্থাৎ ২০১০ সালে আয়োজিত এশিয়ান গেমসে রেকর্ড গড়ে ৬৫ টি পদক জেতে ভারত। সেই রেকর্ড ভাঙে ২০১৮ সালে অর্থাৎ গত এশিয়াডে যখন ভারতের পতক সংখ্যা ছুঁয়ে ফেলে ৭০-এর গণ্ডি।

আরও পড়ুন: শেষবার করেছিলেন মোদী! এশিয়ান গেমসে ভারতের ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটালেন প্রণয়

আর শুধু মোট পদক সংখ্যাই নয়, এবার সোনা, রুপো এবং ব্রোঞ্জ তিন পদকের দিক দিয়েই রেকর্ড সৃষ্টি করেছে ভারত। এর আগে ভারত এশিয়া কাপে সর্বোচ্চ সোনা জিতেছিল ২০১৮ সালে। সেবার ভারতের ঘরে এসেছিল ১৬ টি স্বর্ণপদক। ওই একই বছরে ২৩ টি রূপো জিতে ভারত সর্বোচ্চ রৌপ্য পদকের রেকর্ডও ছুঁয়ে ফেলে। ভারত সর্বোচ্চ ব্রোঞ্জ পদক জিতেছিল ২০১৪ সালের এশিয়ান গেমসে। সেবার ভারতের যুলিতে এসেছিল ৩৭ টি ব্রোঞ্জ। কিন্তু এবার সেই সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে ভারতীয় ক্রীড়াবিদরা।

আরও পড়ুন: অভাব মেটাতে হয়েছিলেন দিনমজুর! এশিয়ান গেমসে পদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন রাম

ভারতীয় মহিলা ও পুরুষ ক্রিকেট দল, ভারতীয় কাবাডি দল, ভারতীয় হকি দলের পাশাপাশি বেশ কিছু তারকা ক্রীড়াবিদ, যেমন নীরজ চোপড়া, এইচ এস প্রণয়, অবিনাশ সাবলে, তাজিন্দরপাল সিং তুর নিজেদের প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করে ভারতের জন্য স্বর্ণপদক এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন। ব্যাডমিন্টনে সাত্ত্বিক ও চিরাগের জুটি পুরুষদের ডাবলসে রেকর্ড করে প্রথমবার এই প্রতিযোগিতায় শোনা জিতিয়েছে ভারতকে। এছাড়া সৌরভ ঘোষালের পুরুষদের সিঙ্গলস স্কোয়াশ থেকে রুপো, মহিলাদের জ‍্যাভেলীন থ্রো-তে অন্নু রাণী-র সোনা জয়, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ১৭ বছরের পালক গুলিয়ার স্বর্ণপদক, পুরুষদের জ‍্যাভেলীন থ্রো-তে কিশোর কুমার জেনার রুপো, মহিলাদের ১০০ মিটার হার্ডলে জ্যোতি ইয়ার্রাজির রুপো বা মুখার্জি ও ঐহিকা মুখার্জির রৌপ্য পদক জয় ভারতের মুখ উজ্জ্বল করেছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর