WTC ফাইনাল হারের দিনই বাজিমাত ভারতীয় মহিলাদের! বড় পুরস্কার ঘোষণা মোদী সরকারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে বিশ্ৰী হারের সম্মুখীন হয়েছে। রোহিত শর্মাদের সামনে সুবর্ণ সুযোগ ছিল নিজেদের ১০ বছরের আইসিসি ট্রফির খরা কাটানোর। কিন্তু তারা আজও শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। অজিঙ্কা রাহানে ও বিরাট কোহলি আশা দেখিয়েও সফল হতে পারেননি।

এরপর রোহিত, বিরাট, শুভমানদের সমালোচনা হচ্ছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। কেন তারা বড় মঞ্চে দেশের জার্সিতে প্রতিনিয়ত ব্যর্থ সেই নিয়ে জল্পনা চলেছে। কিন্তু তারই মধ্যে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কিছুটা স্বস্তি দিয়েছে জুনিয়র মহিলা হকি দল। কিভাবে? আসুন, জেনে নেওয়া যাক….

এই ভারতীয় দল ২০২৩ সালের মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। জাপানে আয়োজিত টুর্নামেন্টের সাফল্য আনন্দিত করেছে ক্রীড়াপ্রেমীদের। এই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারত তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে ২-১ ফলে হারিয়েছে।

ভারত সরকার ঘোষণা করেছে যে বিজয়ী খেলোয়াড়দের তাদের প্রথম মহিলা জুনিয়র এশিয়া কাপ শিরোপা জয়ের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে। জানা গিয়েছে তাদের প্রত্যেককে এই ফাইনাল জয় করার জন্য প্রত্যেকে ২ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে এবং দলের সঙ্গে যুক্ত স্টাফরা প্রত্যেকে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার পাবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর