প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 বিশ্বকাপেই চ্যাম্পিয়ন! ভারতের মেয়েদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Published on:

Published on:

India wins Blind Women's T20 World Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর পি. সারা ওভালে ওমেন্স ব্লাইন্ড ক্রিকেটে ইতিহাস তৈরি করেছে ভারতের মেয়েরা। যেখানে ভারত নেপালকে ৭ উইকেটে হারিয়ে ২০২৫ সালের প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 বিশ্বকাপ (Blind Women’s T20 World Cup) জিতেছে। এই জয় কেবল একটি ট্রফি জেতার মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং, প্রতিবন্ধী মহিলা খেলোয়াড়দের সাহস, দক্ষতা এবং স্বপ্নের প্রমাণ হয়ে উঠেছে।

ভারত জিতেছে প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 বিশ্বকাপ (Blind Women’s T20 World Cup):

এদিকে, এই টুর্নামেন্টে ঐতিহাসিক জয়ের পরেই ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “এক্স” মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, “ভারতীয় ব্লাইন্ড ওমেন্স ক্রিকেট টিমকে প্রথম ব্লাইন্ড ওমেন্স T20 বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরির জন্য অনেক ধন্যবাদ।” প্রধানমন্ত্রী আরও জানান, “এই সাফল্য কঠোর পরিশ্রম দলগত মানসিকতা এবং দৃঢ় সংকল্পের এক উজ্জ্বল উদাহরণ। প্রত্যেক খেলোয়াড়ই চ্যাম্পিয়ন। দলের ভবিষ্যতের প্রয়াসের জন্য আমার শুভেচ্ছা রইল। এই জয় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

ব্লাইন্ড ক্রিকেটে কিছুটা আলাদা: জানিয়ে রাখি যে, ব্লাইন্ড ক্রিকেটের ক্ষেত্রে বিশেষ ধাতব বল ব্যবহার করা হয়। যেটি মাঠে শব্দ তৈরি এবং সেই শব্দের ভিত্তিতে খেলোয়াড়রারা দিক এবং দূরত্বের ধারণা পান। প্রত্যেক দলে ১১ জন খেলোয়াড় থাকেন। যাঁদের মধ্যে ভিজুয়াল দক্ষতার উপর নির্ভর করে বিভিন্ন বিভাগের খেলোয়াড় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: একের পর এক বিপর্যয়! বাবার পর হাসপাতালে ভর্তি হতে হল স্মৃতির হবু স্বামীকে, এখন কেমন আছেন পলাশ?

ভারতীয় দলের জন্য এক বিরাট প্রাপ্তি: জানিয়ে রাখি যে, ব্লাইন্ড ওমেন্স T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে
ভারতীয় অধিনায়ক দীপিকা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। যেটি একটি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়। নেপাল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান করতে সক্ষম হয়। যার জবাবে, ভারতীয় দল মাত্র ১২.১ ওভারে লক্ষ্য অর্জন করে। ভারতের হয়ে ফুলা সারিন ২৭ বলে অপরাজিত ৪৪ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান।

আরও পড়ুন: প্রত্যর্পণ নিয়ে উত্তেজনা চরমে, দিল্লিকে জরুরি বার্তা পাঠাল ঢাকা সরকার

এছাড়াও, করুণা কে ২৭ বলে ৪২ রান করে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই টুর্নামেন্টে ভারত অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে। লিগ পর্বে ভারত শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল আমেরিকা এবং পাকিস্তানের মতো দলকে পরাজিত করে। এর পাশাপাশি, সেমিফাইনালে ভারত পরাজিত করে অস্ট্রেলিয়াকে।