বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান! জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপে (Men’s FIH Hockey Junior World Cup) ব্রোঞ্জ পদক জিতল ভারত। বুধবার ব্রোঞ্জ পদকের প্লে-অফে ২০২১ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শেষ ১১ মিনিটে ৪ টি গোল করে ৯ বছর পর ভারত এই কৃতিত্ব অর্জন করেছে। ২ বারের চ্যাম্পিয়ন (হোবার্ট ২০০১ এবং লখনউ ২০১৬) ভারত শেষবার ৯ বছর আগে পদক জিতেছিল। এদিকে, বুধবারের রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের হয়ে অঙ্কিত পাল (৪৯ তম), মনমীত সিং (৫২ মিনিটে), শারদানন্দ তিওয়ারি (৫৭ মিনিটে) এবং আনমোল এক্কা (৫৮ মিনিটে) গোল করেন। এদিকে, নিকোলাস রদ্রিগেজ (৫ মিনিটে) এবং সান্তিয়াগো ফার্নান্দেজ (৪৪ মিনিটে) আর্জেন্টিনার হয়ে গোল করেন।
জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপে (Men’s FIH Hockey Junior World Cup) ব্রোঞ্জ পদক জিতল ভারত:
২ গোলে পিছিয়ে থাকার পর এক অসাধারণ প্রত্যাবর্তন: জানিয়ে রাখি যে, এই ম্যাচে ৩ কোয়ার্টার ধরে ২ গোলে পিছিয়ে থাকার পর, ভারত অসাধারণ প্রত্যাবর্তন করে শেষ কোয়ার্টারে দ্রুত পরপর ৪ টি গোল করে। যার ফলে মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামের দর্শকের তুমুল উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। ম্যাচের ৪৯ মিনিটে অঙ্কিত পেনাল্টি কর্নারে গোল করে ভারতের হয়ে গোলের সূচনা করেন। এদিকে, ৫২ মিনিটে ভারত আরেকটি পেনাল্টি কর্নার পায় এবং আনমোল এক্কার শট মনমিতের স্টিক থেকে গোলে চলে যায়। স্কোর ২-২ সমতায় থাকায়, মনে হচ্ছিল খেলাটি শুটআউটে গড়িয়ে যাবে। কিন্তু শেষ বাঁশি বাজার ৩ মিনিট বাকি থাকতেই ভারত একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি স্ট্রোক পায়। যেটিকে শারদানন্দ তিওয়ারি গোলে রূপান্তর করে ভারতকে প্রথমবারের মতো এগিয়ে দেন।
— Hockey India (@TheHockeyIndia) December 10, 2025
প্রথম কোয়ার্টারে ভারত চাপের মধ্যে পড়ে যায়: ঠিক তার পরের মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি কর্নার পায়। কিন্তু ভারতের গোলরক্ষক প্রিন্সদীপ সিং দুর্দান্ত একটি সেভ করেন। ম্যাচের ৫৮ মিনিটে আনমোল এক্কার পেনাল্টি কর্নারে ভারত এগিয়ে যায়। জানিয়ে রাখি যে, প্রথম ৩ মিনিটে গোল হজম করে ভারতীয় দল প্রথম কোয়ার্টার জুড়ে চাপের মধ্যে ছিল।
আরও পড়ুন: আদানি গ্রুপের এই কোম্পানির দাম পৌঁছতে পারে ১,২৮০ টাকায়! ব্রোকারেজ দিল কেনার পরামর্শ
গোলরক্ষক দুর্বল শট সহজেই সেভ করেন: খেলার শুরুতে আনমোল এক্কার ভুলের কারণে আর্জেন্টিনা পেনাল্টি স্ট্রোক পায়। যা নিকোলাস রদ্রিগেজ গোলে পরিণত করেন। তবে, প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে ভারত সমতা আনার সুযোগ পেয়ে গিয়েছিল। সেই সময়ে সৌরভ আনন্দ কুশওয়াহা আমির আলির কাছ থেকে বল নিয়ে এগিয়ে যান এবং অঙ্কিত পালের কাছে বল পাস করেন। কিন্তু অজিত যাদব সেই পদক্ষেপ গোলে রূপান্তর করতে ব্যর্থ হন। দ্বিতীয় কোয়ার্টারেও একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটে। প্রথম মিনিটেই আর্শদীপ একটি পাস করেন কিন্তু আমির তা আটকে দেন এবং বল স্থির হওয়ার আগেই তার স্টিক সুইং করে সুযোগটি হাতছাড়া করেন। খেলার ২২ মিনিটে ভারতের কাছে সমতা ফেরানোর আরেকটি সুযোগ ছিল। কিন্তু দিলরাজ সিং এবং আর্শদীপ সিং-এর বৃত্তের ভেতরে থাকা দুর্বল শটগুলি গোলরক্ষক সহজেই সেভ করে দেন।
আরও পড়ুন: ভারত হয়ে উঠছে ‘টেক হাব’! মাইক্রোসফ্ট-গুগলের পর বড় ঘোষণা অ্যামাজনের, জানলে হবেন অবাক
পেনাল্টি কর্নারে ভারতের দুর্বলতা প্রকাশ পায়: ৩ মিনিট পর, অজিতও সঠিকভাবে শট নিতে ব্যর্থ হন। প্রথমার্ধে আর্জেন্টিনা ১ গোলে এগিয়ে ছিল। তবে, দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই ভারত ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার অর্জন করে। যদিও, পেনাল্টি কর্নারে ভারতের দুর্বলতা প্রকাশ পায়, যখন তারা টানা ৪ টি সুযোগের একটিও কাজে লাগাতে পারেনি। চতুর্থ পেনাল্টি কর্নার থেকে আনমোলের সরাসরি শট পোস্টে লেগে বাইরে চলে যায়। এদিকে, আর্জেন্টিনা ৪০ মিনিটে পাল্টা আক্রমণে পেনাল্টি কর্নার পায়। কিন্তু গোলরক্ষক প্রিন্সদীপ আবারও একটি দুর্দান্ত সেভ করেন। যদিও, আর্জেন্টিনা দ্বিতীয় গোল করে আলোড়ন সৃষ্টি করে আবারও ভারতীয় রক্ষণভাগ ভেঙে দেয়। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার এক মিনিট আগে, সান্তিয়াগো ফার্নান্দেস ভারতীয় রক্ষণভাগকে পুরোপুরি এড়িয়ে যান এবং গোলের বাম দিক থেকে একটি সুনির্দিষ্ট শট নেন।












