বাংলাহান্ট ডেস্ক : এবার ৬৬’তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান (Grammy Awards 2024) বসেছিল লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ায়। গ্র্যামির মঞ্চে জয়ের মুকুট উঠেছিল ভারতের ৩ সঙ্গীতশিল্পীর মাথায়। এককথায় বলা যায়, গ্র্যামির মঞ্চে যেন ভারতের জয়জয়কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কৃত হয়েছে ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’।
এই ব্যান্ডে রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পীরা। শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan), জাকির হুসেন সহ গণেশ রাজাগোপালন, ভি সেলভাগণেশ। ‘শক্তি’ ব্যান্ডের পাশাপাশি গ্র্যামির মঞ্চে দ্বিতীয় বার পুরস্কৃত হন উস্তাদ জাকির হুসেন (Ustad Zakir Hussain)। ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে উস্তাদের সৃষ্টি ‘পাশতো’ পুরস্কৃত হয়েছে।
আরোও পড়ুন : ঘুরতে গিয়ে বিপদ! কেরলে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন ইমন, ভয়ে কাঠ গায়িকা
বলা বাহুল্য, এখনও পর্যন্ত এই তবলাবাদকের মুকুটে তিনটি গ্র্যামির পালক জুড়েছে। এখানেই অবশ্য শেষ নয়, ভারতীয় বংশীবাদক রাকেশ চৌরাসিয়ার নামও উঠে এসেছে বিজয়ীদের তালিকায়। আর রাকেশের ঝুলিতে এসেছে দুটি গ্র্যামি পুরস্কার। সেগুলি হল গ্লোবাল মিউজিক পারফরম্যান্স এবং কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম।
আরোও পড়ুন : আমজনতার জন্য সুখবর! এবার রেশন কার্ডে চাল, গম ছাড়াও মিলবে এই শস্যটি
সঙ্গীতদুনিয়ার সবথেকে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্তি সব শিল্পীর কাছেই বিশেষ মুহূর্ত। গ্র্যামি অ্যাওয়ার্ডের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে গর্বের সেই মুহূর্তটাকে শেয়ার করা হয়েছে। দেশের গর্বে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে ভারতবাসী। গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ভারতের জয় নিঃসন্দেহে দেশের জন্য গর্বের দিন।
Congratulations @ZakirHtabla, @Rakeshflute, @Shankar_Live, @kanjeeraselva, and @violinganesh on your phenomenal success at the #GRAMMYs! Your exceptional talent and dedication to music have won hearts worldwide. India is proud! These achievements are a testament to the hardwork…
— Narendra Modi (@narendramodi) February 5, 2024
প্রসঙ্গত উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জিলেসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামী কৌতুকশিল্পী ট্রেভর নোয়া। চতুর্থ বার গ্র্যামির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তারকামণ্ডিত এই অনুষ্ঠানে পারফর্ম করেন ডুয়া লিপা, বিলি এলিশ এবং ওপরা উইনফ্রের মতো জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।