বলে অশ্বিন ঝড় আর ব্যাটে রোহিত সূর্যর তেজে ইংরেজদের পর এবার অজি বধ ভারতের

বাংলা হান্ট ডেস্কঃ মরুদেশের মহাযুদ্ধে প্রথম ম্যাচে ইংরেজদের পরাজিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বিরাট বাহিনী। তবে হালকা আশঙ্কার মেঘ ছিল বোলিং নিয়ে, বিশেষত ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামিরা যেভাবে রান খরচ করেছিলেন গত ম্যাচে অবশ্যই ছিল বিরাটের মাথা ব্যথার কারণ। অবশ্য দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ এই সমস্যা আর ততখানি দেখা যায়নি। ভারতীয় বোলাররা শুধু যে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাই নয় প্রথম কয়েক ওভারেই প্রথম ব্যাট করা অস্ট্রেলিয়ার রীতিমত কোমর ভেঙে দিয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।

ওয়ার্নার এবং মার্শকে শিকার করেন অশ্বিন তেমনি অন্যদিকে অধিনায়ক ফিঞ্চকে মাত্র ৮ রানেই ফিরিয়ে দেন জাদেজা। এরপর অবশ্য ভালো প্রতিরোধ গড়ে তোলেন স্টিভ স্মিথ এবং ম্যাক্সওয়েল। একদিকে যেমন আইপিএলের ভালো ফর্ম আজও বজায় রেখেছিলেন ম্যাক্সওয়েল, অন্যদিকে তেমনি ছন্দে ছিলেন স্মিথও। শেষপর্যন্ত অবশ্য ৩৭ রানে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ম্যাক্সওয়েলকে বোল্ড করে ভারতকে কিছুটা স্বস্তি দেন চাহার। তবে এই স্বস্তি বেশিক্ষনের ছিলনা। একদিকে যেমন অস্ট্রেলিয়ার অকস্মাত্ পতন রোধ করেন স্মিথ, তেমনি অন্যদিকে স্টয়নিসও ছিলেন ভীষণ মারকুটে ভঙ্গিতে। শেষ পর্যন্ত স্মিথের ৪৮ বলে সাতটি বাউন্ডারি দিয়ে সাজানো ৫৭ রান এবং স্টয়নিসের ২৫ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের লড়াকু স্কোর খাড়া করে অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে এদিন মাত্র ৮ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন অশ্বিন। তেমনই একটি করে উইকেট পান ভুবনেশ্বর, জাদেজা এবং চাহারও। জবাবে ব্যাট করতে নেমে গত দিনের মতো আজও ভালোই শুরু করেছিল ভারতীয় দল। আজ বিরাটের বদলে অধিনায়কত্বের দায়িত্ব ছিল রোহিতের কাঁধে। এদিন ওপেনিংয়েই ফের একবার ৬৮ রানের সুন্দর পার্টনারশিপ গড়ে তোলেন রাহুল এবং রোহিত। এরপর ৩১ বলে ৩৯ রান করে রাহুল ঘরে ফিরলেও নিজের দায়িত্ব পালনে কোন ভুল করেননি হিটম্যান। আইপিএলে তেমন ফর্মে না থাকায় সমালোচনা শুরু হয়েছিল রোহিতকে নিয়ে। কিন্তু আজ মাত্র ৪১ বলে ৫টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারি সহযোগে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস খেলে তিনি বুঝিয়ে দেন মহাযুদ্ধের জন্য তিনি পুরোপুরি তৈরি।

https://twitter.com/BCCI/status/1450809151139897351?t=dnAgFxVKkKqBdyLakLuXrQ&s=19

অন্যদিকে আজ ব্যাট হাতে ভালো সঙ্গ দেন সূর্যও। শেষ কয়েক মাসে সেভাবে রান আসেনি তার ব্যাট থেকে, তাই তাকে নিয়েও তৈরি হয়েছিল শোরগোল। কিন্তু আজ নিজের দায়িত্ব পালনে কোন ভুল করেননি এই ডানহাতি ব্যাটার। বরং হার্দিককে সাথে নিয়ে ম্যাচ ফিনিশ করে তিনি বুঝিয়ে দেন বড় ম্যাচে কেন তার উপর ভরসা রাখতে পারে দল। শেষ পর্যন্ত তাদের দৌলতেই আজ ১৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এক প্রান্তে যেমন ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সূর্য, তেমনি অন্য প্রান্তে ১৪ রানে নট আউট থাকেন হার্দিকও।

 


Abhirup Das

সম্পর্কিত খবর