বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মহিলা ODI বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া (India Women’s National Cricket Team) বর্তমানে ছুটিতে রয়েছে। যেখানে প্রত্যেক খেলোয়াড় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে, তাঁরা সকলেই শীঘ্রই মাঠে ফিরবেন। ইতিমধ্যেই বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার প্রথম সিরিজের সিদ্ধান্ত নিয়েছে BCCI। শুক্রবার এক পোস্টে BCCI এই ঘোষণা করেছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল (India Women’s National Cricket Team):
BCCI জানিয়েছে যে, ভারতীয় মহিলা ক্রিকেট দল ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ৫ ম্যাচের T20 সিরিজ খেলবে।

সূচি: উল্লেখ্য যে, শ্রীলঙ্কা দল ভারত সফরে আসবে। ২ দলের মধ্যে প্রথম ম্যাচটি ২১ ডিসেম্বর বিশাখাপত্তনমে সম্পন্ন হবে। দ্বিতীয় ম্যাচটিও ২৩ ডিসেম্বর একই ভেন্যুতে সম্পন্ন হতে চলেছে। বাকি ৩ টি ম্যাচ তিরুবনন্তপুরমে সম্পন্ন হবে। তৃতীয় ম্যাচটি ২৬ ডিসেম্বর, চতুর্থ ম্যাচ ২৮ ডিসেম্বর এবং পঞ্চম ম্যাচটি ৩০ ডিসেম্বর হবে।
আরও পড়ুন: বিক্রির জন্য প্রস্তুত রতন টাটার ভিলা! বেশি দামে কিনতে ইচ্ছুক পুরনো বন্ধু
জানিয়ে রাখি যে, বিশ্বকাপের পর এটি টিম ইন্ডিয়ার প্রথম সিরিজ। ভারতীয় দল এই সিরিজ জয়ের জন্য চেষ্টা করবে। পাশাপাশি, এই সিরিজের জন্য ভারতীয় দলের দল শীঘ্রই ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: সামরিক শক্তিতে বাজিমাত ভারতের! মিলল “মেজর পাওয়ার”-এর তকমা! কোথায় দাঁড়িয়ে পাকিস্তান?
স্মৃতি মান্ধানা কী খেলবেন: এই সিরিজের ঘোষণার পরেই প্রশ্ন উঠছে যে স্মৃতি মান্ধানা কী আদৌ এখানে খেলবেন? স্মৃতির বিয়ে গত ২৩ নভেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন তাঁর বাবার অসুস্থতার কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল। এদিকে, পলাশের স্বাস্থ্যেরও অবনতি হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই পলাশের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যেগুলির মাধ্যমে নেটিজেনরা দাবি করেন পলাশ হয়তো স্মৃতির সঙ্গে প্রতারণা করছিলেন। তারপর তাঁদের বিবাহ সংক্রান্ত আর আপডেট পাওয়া যায়নি এবং স্মৃতিও তাঁর ইনস্টাগ্রাম থেকে বিবাহ-পূর্ব সমস্ত অনুষ্ঠানের ছবি সরিয়ে ফেলেন।












