কমনওয়েলথে পদক সংখ্যা ৫৫ ছুঁয়েছে ভারতের, টেবিল টেনিসে সোনা জয় শরৎ কমল, শ্রীজা আকুলা জুটির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবারের রাতের মতো ভারতের শেষ স্বর্ণপদকটি জিতলেন অভিজ্ঞ টেবিল টেনিস তারকা অচিন্ত শরৎ কমল এবং তরুণ প্রতিভাবান তারকা, শ্রীজা আকুলার মিক্সড ডাবলস জুটি। বার্মিংহ‍্যামে চলতি কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ভারতের তৃতীয় পদকটি নিশ্চিত করেছে। ফাইনালে তারা মালয়েশিয়ার চুং জাভেন এবং লিন কারেনকে ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ গেমে হারিয়েছে। এটি এবারের কমনওয়েলথে শরথ কামালের তৃতীয় পদক ছিল। নিজের দীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার মিক্সড ডাবলসে সোনা পেলেন শরৎ কমল। আর নিজের কমনওয়েলথ অভিষেকেই চমক দিয়েছেন হায়দরাবাদের তরুণী শ্রীজা।

এখানে অবশ্য ভারতের পদক প্রাপ্তি শেষ হয়নি। এর আগে স্কোয়াশ মিক্সড ডাবলসে দীনেশ কার্তিকের স্ত্রী তারকা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকল নিজের বোনের স্বামী এবং চলতি কমনওয়েলথে পুরুষদের স্কোয়াশ সিঙ্গলসে ইতিহাস গড়া সৌরভ ঘোষালের সাথে জুটি বেঁধে ভারতকে আরও একটি ব্রোঞ্জ পদক এনে দেন। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে পদক জয়ী অস্ট্রেলিয়ান জুটিকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এটি ছিল চলতি কমনওয়েলথে ভারতের ৫০ তম পদক।

1659913692292

এরপরে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের তারকা ব্যাডমিন্টনে খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসের ব্রোঞ্জ পদকের ম্যাচে সিঙ্গাপুরের চোটগ্রস্থ জিয়া হেং তেহকে স্ট্রেট সেটে পরাজিত করে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছেন। এর আগে কিদাম্বি শ্রীকান্ত সেমিফাইনালে মালয়েশিয়ার এনজি জে ইয়ং-এর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানতে বাধ্য হয়েছিলেন। কিন্তু ব্রোঞ্জ পদকের ম্যাচে ২১-১৫ এবং ২১-১৮ ফলে জিতে তিনি ভারতের ৫১ তম পদকটি নিশ্চিত করেছিলেন। এরপর ব্যাডমিন্টনে ভারত আরও একটি পদক পায়। মহিলাদের ডাবলসে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে হারিয়ে গায়েত্রী পুলেল্লা এবং ত্রিশা জলী। দুজনেরই এটা প্রথম কমনওয়েলথ গেমস পদক ছিল।

এরপর বেশি রাতের দিকে বক্সিংয়েও একটি পদক পায় ভারত। ভারতের হেভিওয়েট বক্সার সাগর আহলায়ত এদিন কমনওয়েলথ গেমসের বক্সিং ইভেন্টে ভারতের জন্য সপ্তম পদকটি এনে দিয়েছেন। সাগর ৯২ কেজি ক্যাটাগরির ফাইনালে ইংল্যান্ডের ডেলিসিয়াস ওরির কাছে ০-৫ ফলে হেরে সোনা হাতছাড়া করে। তার আগে সেমিফাইনালে নাইজেরিয়ার ইফেনি ওনিকেওয়েরেকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন সাগর।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর