এবারের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ দারুণ ভাবে শুরু করল ভারতীয় অনূর্ধ্ব 19 দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একেবারে দুরমুশ করে জয় ছিনিয়ে নিয়ে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করল ভারতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। শনিবার মোরাতুয়ায় এশিয়া কাপের ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব 19 দল মুখোমুখি হয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের সাথে। এবং সেই ম্যাচেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটি বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে 60 রানে হারিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করেছে ভারতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ওপেনার অর্জুন আজাদ এবং তিন নম্বর তিলক বর্মা এনারা দুজনেই সেঞ্চুরি করেছেন এই ম্যাচে।
এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। এবং দুর্দান্ত ব্যাটিং করে তিনশো প্লাস রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় পাকিস্তানকে। ভারতের অনূর্ধ্ব 19 দল এই ম্যাচে নির্দিষ্ট 50 ওভার খেলে নয় উইকেটের বিনিময়ে তোলে 305 রান। এই দিন ভারতীয় ওপেনার অর্জুন আজাদ 111 বলে 121 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান তিলক বর্মা তিনি 109 বল খেলে 110 রানের একটি সুন্দর ইনিংস খেলেছেন। আর এই দুইজনের ব্যাটের উপর ভিত্তি করেই দ্বিতীয় উইকেটে ভারত 183 রানের একটি মারকাটারি পার্টনারশিপ করে বড় রানের ইঙ্গিত দিয়ে দেয়।
306 রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে পাকিস্তান ক্রিকেট দলকে কখনো মনে হয়নি যে তারা আসলে ম্যাচটা জিততে এসেছে বরাবরই মনে হচ্ছিল তারা কোনরকমে লজ্জা বাঁচানোর জন্যই হয়তো মাঠে নেমেছেন। পাকিস্তানি অধিনায়ক রোহেল নাজিরের 108 রান ছাড়া আর সেই ভাবে কোনো ব্যাটসম্যান রান করতে পারেন নি, অর্থাৎ 50 রানের গণ্ডি কোনো পাকিস্তানি ব্যাটসম্যান পার করতে পারেনি। তার নেপথ্যে রয়েছে ভারতীয় বোলিং লাইন আপ। ভারতীয় বোলার অর্ণব আনকোলেকর মাত্র 36 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একেবারেই ভেঙ্গে চুরমার করে দেন। ভারতের এই দুর্দান্ত জয়ে সমান ভূমিকা পালন করেছে ভারতীয় ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং বিভাগ।