এত্ত সন্ত্রাস! তবুও হ্যাপিনেস ইনডেক্সে ভারতকে টেক্কা দিল পাকিস্তান-গাজা! নেপথ্যের কারণ কি জানেন?

বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, চারদিকে শুধুই মৃতদেহের মিছিল, ধ্বংসযজ্ঞের মাঝেই বসবাসকারী বাসিন্দারাই নাকি সুখী ভারতের (India) চেয়েও! সম্প্রতি এমনই একটি সমীক্ষার রিপোর্ট তাজ্জব করে দিয়েছে গোটা বিশ্ববাসীকে। গত ২০ মার্চ প্রকাশিত ‘বিশ্ব সুখ-সূচক’ (ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স ২০২৫) তালিকায় সমীক্ষকরা ১৪৭ টি দেশের নাম উল্লেখ করেছেন।

‘বিশ্ব সুখ-সূচক’ তালিকায় ভারতের (India) অবস্থান

বিশ্বের (World) সুখী দেশের নিরিখে ১৪৭টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে ১১৮ নম্বরে। এমনকি ভারতের (India) চেয়ে বেশ খানিকটা উপরে রয়েছে যুদ্ধ কবলিত ইউক্রেন ও প্যালেস্টাইন। বিশ্ব সন্ত্রাসবাদের ‘আঁতুড় ঘর’ বলে পরিচিত পড়শি রাষ্ট্র পাকিস্তান সুখী দেশের তালিকায় রয়েছে ভারতেরও আগে। সমীক্ষকদের এহেন দাবিকে অনেকেই পক্ষপাতদুষ্ট বলে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন : “অনুগ্রহ করে শুনবেন….”, ভিড় সামলাতে এবার বড় পদক্ষেপ শিয়ালদহ স্টেশনে, জানলে হবেন খুশি

সন্ত্রাস কবলিত পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা দেউলিয়া হওয়ার মুখে। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স (World Happiness Index) ২০২৫-এ কীভাবে ভারতের চেয়েও এগিয়ে গেল পাকিস্তান তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানেজমেন্ট সংস্থা ‘গ্যালাপ’-এর সহযোগিতা প্রস্তুত করেছে ‘বিশ্ব সুখ-সূচক’ সংক্রান্ত সমীক্ষা রিপোর্টটি। 

আরও পড়ুন : পাকিস্তানের ওপর আর নেই ভরসা? খিদে মেটাতে ফের ভারতের দিকে ঝুঁকল বাংলাদেশ

রিপোর্টের তথ্য অনুযায়ী, সুখ সূচকে ২০২২ ও ২০২৩ এর তুলনায় চলতি বছর বেশ কিছুটা উন্নতি হয়েছে ভারতের (India)। ‘বিশ্ব সুখ-সূচক’ তালিকায় ২০২২ ও ২০২৩ সালে ভারতের স্থান ছিল ১২৬ নম্বরে। ২০২৫ সালের ‘বিশ্ব সুখ-সূচক’ তালিকায় পাকিস্তানকে দেওয়া হয়েছে ১০৯ নম্বর স্থান। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন রয়েছে ১১১ নম্বরে। পাকিস্তানের চেয়ে একধাপ এগিয়ে প্যালেস্টাইন রয়েছে ১০৮ নম্বর স্থানে।

ক্যামেরুন, নাইজেরিয়া, সেনেগাল, নাইজার, মরক্কো, তিউনিশিয়া এবং কেনিয়ার মতো একাধিক আফ্রিকান দেশকেও ভারতের চেয়ে এগিয়ে রেখেছেন সমীক্ষকেরা। চলতি বছরের সুখ সূচক তালিকায় ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র নেপাল ও ভুটান রয়েছে যথাক্রমে ৯২ এবং ৯৫ তম স্থানে। ভারতের অন্যতম প্রধান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সুখ সূচকের তালিকায় রয়েছে ১৩৪ তম স্থানে। পাশাপাশি এই তালিকায় মায়ানমারের জায়গা হয়েছে ১২৬ তম স্থানে।

India World Happiness Ranking

তবে ফের একবার বিশ্ব সুখ সূচকের তালিকায় সব থেকে অসুখী রাষ্ট্রের তকমা পেয়েছে আফগানিস্তান। তালিবান শাসিত এই রাষ্ট্র জায়গা করে নিয়েছে তালিকার একদম শেষে। অপরদিকে, এবছর বিশ্বের সবথেকে সুখী দেশ হিসাবে তালিকার পয়লা নম্বরে জায়গা দখল করেছে ফিনল্যান্ড। একই সাথে, তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনের নাম।

‘বিশ্ব-সুখ সূচক’ অনুযায়ী, মার্কিন নাগরিকদের চেয়ে বেশ কিছুটা ‘বেশি’ সুখী কানাডার নাগরিকরা। এই তালিকায়  মার্কিন যুক্তরাষ্ট্র নেমে এসেছে ২৪ তম স্থানে। যা গত কয়েক বছরের নিরিখে সর্বনিম্ন। পাশাপাশি এই তালিকায় চিন রয়েছে ৬৮তম স্থানে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র তাইওয়ান তালিকার ২৭ তম স্থানে জায়গা পেয়ে হয়ে উঠেছে এশিয়ার সবচেয়ে সুখী দেশ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর