মার্ফি নাকি জোলি, কার চেহারা নিতে গিয়ে এমন দশা এমির? সোশ্যাল মিডিয়ায় উঠলো মিমের ঝড়

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় অভিনেত্রী এমি জ্যাকসন (Amy Jackson) আজ দীর্ঘদিন হল বড় পর্দায় আসেননি। তবে রুপোলি পর্দায় না এলেও অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে উপস্থিত। বাংলায় যেমন শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়াতে দারুণ ভাবে উপস্থিত ঠিক তেমনই বলি পাড়ার এমি তিনিও দারুণ ট্রোল হন জনতার কাছে। 

ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী এমি জ্যাকসন বলিউড সহ দক্ষিণের ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। বিখ্যাত অভিনেত্রী হলেও আজ দীর্ঘদিন চলচ্চিত্র জগৎ থেকে দূরে রয়েছেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমি একটি ছবি শেয়ার করেছেন যা বেশ বিতর্ক তৈরী করেছে।

বুধবার দিন এমি জ্যাকসন তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করেন। সেখানে নায়িকা বেশ স্টাইলিশ লাল রঙের পোশাক পরে ছিলেন। সবকিছু ঠিকই ছিল কিন্তু তার মেকআপ লুক এবং চুলের কাট দেখে নেটিজেনরা হলিউড অভিনেতা সিলিয়ান মারফির কথা মনে করেন। আর ব্যপক ট্রোল হতে থাকেন নায়িকা।

amy jackson (1)

এমি ছবিতে নানান জন নানান প্রতিক্রিয়া দেন। একজন লিখলেন তাকে হুবহু সিলিয়ান মারফির মতো দেখতে, অন্যজনের বক্তব্য, তিনি নাকি ওপেনহাইমারে একটি দুর্দান্ত কাজ করেছেন। তার রুপটান এবং হেয়ার স্টাইল নিয়েও নানান ট্রোল চলতে থাকে। উল্লেখ্য, এমি জ্যাকসন তার গ্ল্যামারের কারণে একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন। তিনি সিং ইজ কিং, এক দিওয়ানা থা, রোবট এবং ইয়েভাদু এর মতো অনেক বিখ্যাত ছবিতে অভিনয় করেন।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X