বাংলাহান্ট ডেস্ক: ভারতের আকাশ সুরক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) প্রতিরক্ষা বলয়কে আরও শক্তিশালী করতে যুক্ত হয়েছে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি ‘আরুধ্রা রাডার’। দেশীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO-র অধীনস্থ ইলেকট্রনিক্স ও রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (LRDE) এই অত্যাধুনিক রাডারটির নকশা তৈরি করেছে। সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়েছে ভারতের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)। উন্নত প্রযুক্তি, নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা এবং ৪-ডি AESA নজরদারি ব্যবস্থার সুবাদে এটি বর্তমানে ভারতের অন্যতম আধুনিক রাডার সিস্টেম হিসেবে পরিচিত।
ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) যুক্ত হল আধুনিক রাডার
এস-ব্যান্ড ভিত্তিক এই রাডার বায়ুসেনাকে (Indian Air Force) একইসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ট্র্যাক করায় সাহায্য করতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘আরুধ্রা’ একসঙ্গে প্রায় ২০০টিরও বেশি বিমানের অবস্থান, গতি, উচ্চতা ও দিকনির্দেশ সঠিকভাবে নির্ধারণ করতে পারে। শুধু তাই নয়, এটি একই সময়ে ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের আকাশসীমা জুড়ে শত্রুর গতিবিধির উপর নজর রাখতে পারে। রাডারের ঘূর্ণনশীল AESA অ্যান্টেনা সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি এলাকা কভার করে, ফলে যে দিক থেকেই শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র আসুক না কেন, তাকে চোখ এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব।
আরও পড়ুন:মজুত রয়েছে টন টন হলদু ধাতু! পড়শি রাজ্যেই মিলল “সোনার খনি”-র সন্ধান
‘আরুধ্রা’র অন্যতম বৈশিষ্ট্য হল এর প্রতিটি TRM (Transmit/Receive Module) স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। অর্থাৎ কোনও একটি মডিউল ক্ষতিগ্রস্ত হলেও পুরো সিস্টেমের কর্মক্ষমতায় তেমন প্রভাব পড়ে না। ফলে এটি নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম, এমনকি প্রতিকূল আবহাওয়াতেও। এই বৈশিষ্ট্য ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশাল প্রযুক্তিগত সাফল্য এনে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এতদিন পর্যন্ত যে ধরনের দূরপাল্লার নজরদারি রাডারের জন্য ভারত বিদেশের উপর নির্ভর করত, ‘আরুধ্রা’র আগমনে সেই নির্ভরতা অনেকটাই কমে যাবে।
প্রতিরক্ষা দপ্তরের সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই কয়েকটি কৌশলগত প্রান্তে এই রাডার স্থাপন করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে, যেখানে আকাশসীমায় শত্রুর গতিবিধি সম্পর্কে সতর্ক থাকা সবচেয়ে জরুরি। ভবিষ্যতে আরও কয়েকটি ‘আরুধ্রা রাডার’ পর্যায়ক্রমে বায়ুসেনার (Indian Air Force) ব্যবহারে আনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন:“কাঙাল” পাকিস্তান পাবে মোক্ষম ধাক্কা! ভারতের এই বিশেষ পদক্ষেপেই ঘুম উড়বে পড়শি দেশের
বিশ্লেষকদের মতে, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির বিকাশে এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। সম্পূর্ণ দেশীয় গবেষণা ও উৎপাদনের মাধ্যমে তৈরি এই রাডার কেবল ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) নজরদারি ক্ষমতাকেই বাড়াবে না, বরং “Make in India” উদ্যোগের সাফল্যেরও এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে। শত্রুরা যতই উন্নত প্রযুক্তির নজরদারি ব্যবস্থায় ভরসা করুক, ভারতের ‘আরুধ্রা’ এখন আকাশে তাদের প্রতিটি পদক্ষেপের উপর নিখুঁত নজর রাখতে সক্ষম — এককথায়, দেশের আকাশ এখন আরও অনেক বেশি সুরক্ষিত।













