বাংলা হান্ট ডেস্ক : ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রতিরক্ষা উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছেন। স্থলবাহিনী নৌবাহিনী এবং বায়ু বাহিনীকে শক্তিশালী করতে একাধিক নতুন নতুন উন্নত প্রযুক্তির অস্ত্র ও বিমান সহ নৌবহর বিদেশ থেকে ক্রয় করেছেন। যেগুলি ভারতের প্রতিরক্ষা ভাণ্ডারে মজুত রয়েছে। বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর ভারত বায়ু বাহিনীকে শক্তিশালী করতে আরও তত্পর হয়েছে এবং বিমান বাহিনীতে নতুন সংযোজন করেছেন তাই এবার আবারও শত্রুদের ধ্বংস করতে ভারতীয় বিমান বাহিনীতে বড়সড় পরিবর্তন নিয়ে এল কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে শক্তিশালী ও আধুনিক এয়ার ফোর্স তৈরির জন্য আগামী এক দশকের মধ্যেই 114 এই যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি স্বাক্ষর করবে ভারত , একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি তালিকা কমব্যাট বিমান মার্ক ওয়ান ও মার্ক টু ও ভারতের বায়ু বাহিনীর সঙ্গে যুক্ত হবে। আর এই সব শক্তিশালী বিমান কেনার জন্য দেশীয় সংস্থাগুলির সঙ্গে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছে সরকার। কমব্যাট বিমান মার্ক ওয়ান এর জন্য হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি হতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে কিছুদিনের মধ্যেই ভারতের হাতে আসছে শক্তিশালী রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সের কাছ থেকে মোট 36 টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। বেশ কয়েকটি ধাপে সেগুলি ভারতের প্রতিরক্ষা বাহিনীর হাতে এসে পৌঁছবে আগামী তিন বছরের মধ্যে সেগুলি ভারতের হাতে চলে আসবে বলে জানা গিয়েছে। যদিও বৃহস্পতিবার রাফাল মামলার রায় দেবে দেশের শীর্ষ আদালত।
এর আগে সুপ্রিম কোর্টের তরফে রাফাল মামলায় ক্লিনচিট দিয়েছে সরকারকে কিন্তু তা সত্ত্বেও বিরোধীরা এই মামলার রায় পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন দায়ের করে আর তার জেরেই বৃহস্পতিবার মে মাসে শেষ হওয়া শুনানির রায় দিতে চলেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসর নেওয়ার আগে রাফাল মামলার রায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে বিবেচিত হয়েছে।