বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় বায়ুসেনাকে (Indian Air Force) আরও শক্তিশালী বানাতে বুধবার আরও তিনটি রাফাল লড়াকু বিমান (Dassault Rafale) ভারতে (India) আসছে। এই বিমান ভারতের বায়ুসেনার শক্তি আরও কয়েকগুন বৃদ্ধি করবে। লড়াইয়ে শত্রুপক্ষকে উচিৎ শিক্ষা দিতে ভারতের বায়ুসেনার সহায়ক হয়ে উঠবে এই লড়াকু বিমান।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফ্রান্স থেকে আকাশে উড়ে যাওয়ার পর তিনটি রাফাল বিমান রাস্তায় কোথাও হল্ট না দিয়ে সোজা ভারতে পৌঁছে যাবে। সুত্র থেকে জানা যায় যে, ফ্রান্সের এয়ারবেস থেকে গুজরাটের জামনগর পর্যন্ত সফর নির্ধারণ করা রাফাল বিমান গুলোকে আকাশেই ইন্ধনের যোগান দেবে ফ্রান্সের বিমান।
জানিয়ে দিই, পাঁচটি রাফাল বিমানের প্রথম ব্যাচ ২৮ জুলাই ভারতে এসে পৌঁছেছিল। সেই সময় ফ্রান্স থেকে আকাশে উড়ে যাওয়ার পর বিমান গুলো সংযুক্ত আরব আমিরশাহির বিমান বন্দরে হল্ট করেছিল। ভারত ফ্রান্সের সাথে ৫৯ হাজার কোটি টাকা দিয়ে ৩৬ টি রাফাল বিমানের চুক্তি করেছে।