ক্রিকেটেবিশ্বে বিয়ের মরশুম! সাতপাকে বাঁধা পড়লেন শার্দূল, উপস্থিত হয়ে সারপ্রাইজ রোহিত ও শ্রেয়সের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে যেন চলছে বিয়ের মরসুম। চলতি বছরের শুরুতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের তারকা ব্যাটার লোকেশ রাহুল (KL Rahul) এবং ভারতীয় দলের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। বলিউড অভিনেত্রী সুনীল শেট্টির মেয়ে আথিয়ার সঙ্গে বিবাহ করেছেন রাহুল। পেশাদার ডায়েটেশিয়ান মেহা প্যাটেলের সঙ্গে বিবাহ করেছেন অক্ষর প্যাটেল। এবার অক্ষর এবং রাহুলের রাস্তাতেই হাঁটলেন ভারতের তারকা পেসার শার্দূল ঠাকুর (Shardul Thakur)।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মাঝে কিছুটা ছুটি পাওয়ায় এই বিবাহে অংশগ্রহণ করতে পেরেছেন শ্রেয়স আইয়ার এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আজ সোমবার অর্থাৎ ২৭ শে ফেব্রুয়ারি চার হাত এক হলো শার্দূল ঠাকুর এবং তার প্রেমিকা মিত্তালি পারুলকরের। শার্দূলের বিবাহে উপস্থিত থেকে তাকে চমকে দিয়ে গানের তালে কোমর দোলাতেও দেখা গেছে রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ারকে।

ভারতীয় অধিনায়ক উপস্থিত হয়েছিলেন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে। দেখা গিয়েছিল জনপ্রিয় ভারতীয় লেগ স্পিনার জোজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকেও। কিন্তু তাদের সাথে জাহালের ছবি দেখা না যায় কিছুটা ট্রোলিংয়ের শিকার হতে হয় ভারতীয় স্পিনারকে। আগে ২০২১ সালের নভেম্বর মাসে মিত্তালির সাথে এনগেজমেন্ট সম্পন্ন করেছিলেন শার্দূল। এদিন তাকেও গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে বলিউডের কিছু জনপ্রিয় গানের তালে। ইতিমধ্যেই সেই ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শার্দুল ঠাকুর ভারতের হয়ে ৮টি টেস্ট, ৩৪টি ওয়ান ডে এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। শার্দূল ভারতীয় দলের পার্টনারশিপ ব্রেকার বোলার হিসাবে পরিচিত। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শার্দূলের আন্তর্জাতিক অভিষেক ঘটে। তিনি এখনও পর্যন্ত টেস্টে ২৭টি, ওয়ান ডে-তে ৫০টি এবং টি-টোয়েন্টিতে ৩৩টি উইকেট নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ পেয়ে দুর্দান্ত বোলিং করেছেন। ভারতীয় বিশ্বকাপের দলে নিজের জায়গা নিশ্চিত করতে মরিয়া তিনি।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর