দেশ বিপদে! মার্কিন মুলুকে বসে ভারতের জন্য সাড়ে তিন কোটি টাকার অনুদান সংগ্রহ ভারতীয় বংশোদ্ভূত তরুণীর

বাংলা হান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে এই মুহূর্তে জর্জরিত ভারত। প্রতিদিনই একদিকে যেমন হু হু করে বাড়ছে সংক্রমিত সংখ্যা তেমনি অন্যদিকে চলেছে মৃত্যুর মিছিল। এই অবস্থায় প্রবাসে থেকেও দেশের জন্য মন কেঁদে ওঠাই স্বাভাবিক। জন্মভূমির প্রতি সে তীব্র টান থেকেই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক রুচিকা তলোয়ার। সারাদিন রোগী দেখেই দিন কাটে রুচিকার। কিন্তু সুদূরে থেকেও তার মন ব্যাকুল হয়ে উঠেছে ভারতের এই শোচনীয় পরিস্থিতিতে। আর সেই কারণেই ভারতের জন্য অর্থসাহায্য সংগ্রহের চেষ্টায় প্রাণপাত করে চলেছেন রুচিকা। ইতিমধ্যেই অনুদান হিসেবে তিনি সংগ্রহ করে ফেলেছেন পাঁচ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় অংকে যার মূল্য ৩ কোটি ৬৭ লক্ষ টাকা।

প্রবল পরিশ্রম করে অল্পদিনের মধ্যে টাকা তুলেও কিন্তু ক্ষান্ত হননি তিনি। ইতিমধ্যেই অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম ভারতে পাঠাতে শুরুও করে দিয়েছেন রুচিকা। দিল্লি-কলকাতা আমেদাবাদের মতো বহু শহরেই ইতিমধ্যে পৌঁছে গিয়েছে তার সাহায্য। এর মধ্যেই ইন্দো-আমেরিকান এই তরুনীর খবর প্রকাশ করেছে সিএনএন। এবার সেই খবরের স্ক্রীনশট শেয়ার করে নিজের কর্মকাণ্ডের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রুচিকা।

তবে তিনি একা নন, এই পরিস্থিতিতে ভারতকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছেন বহু মার্কিন চিকিৎসকই। রুচিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে অনুদান সংগ্রহ করছেন তারাও। রুচিকার লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চল গুলিতেও সাহায্য পৌঁছে দেওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে এই মুহূর্তে রীতিমতো বেসামাল দেশ। নতুন করে লকডাউনের পথে হাঁটছে অনেক রাজ্যেই। কারণ, গত ২৪ ঘণ্টাতেও দেশে মারণ এই ভাইরাসের কবলে পড়েছেন চার লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে চার হাজারের বেশি মানুষের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর