বড় খবরঃ ভারতীয় সেনার জবাবি হানা, কুপওয়ারায় পাকিস্তানের কামান আর জঙ্গিদের ঘাঁটি তছনছ

   

বাংলা হান্ট ডেস্কঃ গোটা পাকিস্তানে (Pakistan) হুহু করে বেড়ে চলেছে করোনাভাইরাসের প্রকোপ। তাও ওঁরা নিজেদের কুকীর্তি বন্ধ করছে না। কেরন সেক্টরে পাকিস্তানের তরফ থেকে আরও একবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করা হয়েছে। ভারতীয় সেনা (Indian Army) পাকিস্তানের (Pakistan) এই যুদ্ধ বিরতি লঙ্ঘনের যোগ্য জবাবও দিয়ে দিয়েছে। ভারতীয় সেনা পাকিস্তানি সেনার কামান, জঙ্গিদের লঞ্চিং প্যাড সমেত সেনার অনেক কয়েকটা ছাউনিকে নিশানা বানিয়েছে। সুত্র অনুযায়ী, ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

army 7

ভারতীয় সেনা শুক্রবার কাশ্মীরের কুপওয়ারায় হেভি আর্টিলারি গানের ব্যবহার করে লাইন অফ কন্ট্রোলের আশেপাশে থাকা অনেক কয়েকটি জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে দেয়। ওই এলাকাতেই গত সপ্তাহে পাকিস্তানের জঙ্গিদের সাথে ভারতীয় সেনার প্রচণ্ড লড়াই চলেছিল। ভারতীয় সেনার এনকাউন্টারে পাকিস্তানের পাঁচ জঙ্গি খতম হয়েছিল। ভারতীয় সেনার স্পেশ্যাল ফোর্সের পাঁচ বীর জওয়ান জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। সেনা সুত্র অনুযায়ী, শুক্রবার সকাল থেকে পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গোলাগুলি শুরু করে দেয়। আর ভারতীয় সেনাও সেই গুলির জবাবে পাল্টা গুলি চালায়।

army 2

ভারতীয় সেনা ১০৫ মিমির ফিল্ড গান ছাড়া ১৫৫ মিমির বোফোর্স কামান দিয়ে লাইন অফ কন্ট্রোলের ওপারে পাকিস্তানি সেনার আমান আর তাঁর পাশে থাকা জঙ্গিদের লঞ্চ প্যাডে গুলি বর্ষণ করে। আর ভারতীয় সেনার এই পাল্টা হানায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সেনা সুত্র অনুযায়ী, লঞ্চ প্যাড ছাড়াও গোলা-বারুদ এর ভাণ্ডারকেও ধ্বংস করে দেওয়া হয়। ভারতীয় সেনার এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। একদিকে গোটা বিশ্ব যখন করোনা নামের মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, তখন পাকিস্তান নিজেদের কুকীর্তি বজায় রেখে প্রতিদিনই সীমান্তে যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে। আর ভারতীয় সেনা করোনার সাথে সাথে পাকিস্তানি সেনার বিরুদ্ধেও বুক উঁচিয়ে লড়ে চলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর