বাংলা হান্ট ডেস্ক: কেন্দ্রীয় সরকারকে সেনাপ্রধান বিপিন রাওয়াত জানালেন, যে সবরকম পরিস্থিতির সাথে মোকাবিলায় তৎপর ভারতীয় সেনাবাহিনী। দরকার পড়লে শত্রুর মাটিতে ঢুকে শত্রুকে শিক্ষা দেওয়ার জন্যও প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী।
সংবাদসংস্থা পিটিআইকে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি সেনবাহিনী। দরকারে পাকিস্তানের ভিতরে ঢুকে যুদ্ধ করতে তৈরি তারা।’সূত্রের খবর, উরি হামলার পর থেকে ১১,০০০ কোটি টাকার অস্ত্র কেনার চুক্তি সেরে ফেলেছে ভারত। ইতিমধ্যে তার ৯৫ শতাংশ এসে গিয়েছে বাহিনীর হাতে।