একশন মুডে ভারতীয় সেনা: মারা পড়ল ৮ জন পাক সেনা, ধূলিসাৎ বেশকিছু টেরর ক্যাম্প

দীপাবলীর (Diwali) সময় পাক সেনা ভারত (India) সীমান্তে উপদ্রব করবে না এমনটা হতে পারে না। প্রতি বছরের মতো এবছরও পাক সেনা সিজ ফায়ার উলঙ্ঘন করছিল। যার জবাবে ভারতীয় সেনা (Indian Army) পাকিস্তানের ৭-৮ জন সেনাকে খতম করেছে। একই সাথে পাকিস্তানের ১০ জন সৈনিক আহত হয়েছে বলে জানা গেছে।

খবর এও আসছে যে ভারতের সেনা পাকিস্তানের বেশকিছু টেরর লঞ্চ প্যাড উড়িয়ে দিয়েছেন। পাকিস্তান শুক্রবার দিন LOC এর ভিন্ন ভিন্ন স্থানে সিজ ফায়ার উলঙ্ঘন করেছিল। পাক সেনা মর্টার ও অন্যান্য হাতিয়ার ব্যাবহার করে ভারতের উপর টার্গেট করে গোলা দেগেছিল। এতে জম্মু কাশ্মীরের বারামুলাতে বিএসএফ সাব ইন্সপেক্টর রাকেশ দোভাল শহীদ হন।

CDS Bipin Rawat has made a big decision about the retirement time and pension of the indian army

পাকিস্তানের ফায়ারিং এর দরুন ভারতের এক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের এই হামলার জবাব দিতে গিয়ে ভারত বড়ো একশন নেয়। যার কিছু তথ্য সেনা সূত্র মারফত সামনে এসেছে।

ভারতীয় সেনা যে পাল্টা জবাব দিয়েছে তাতে পাকিস্তানের ৭ থেকে ৮ জন সৈনিক মারা গেছে। অন্যদিকে ১০ জন সৈনিক আহত হওয়ার খবর রয়েছে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ ভারতীয় সেনা বেশকিছু টেরর ক্যাম্পে উড়িয়ে দিয়েছেন।

Avatar
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর