LOC জুড়ে চলছে ভারতীয় সেনার অভিযান, খতম ১৩ জন আতঙ্কবাদী

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মেন্দার-পুঞ্চ অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) পাশে ভারতীয় সেনাবাহিনী ১৩ জন সন্ত্রাসীকে খতম করেছে। এদিন সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে তিনটি ভারী সশস্ত্র সন্ত্রাসী নিহত হওয়ার সময়, জম্মু বিভাগের নিয়ন্ত্রণ রেখা বরাবর মেন্দারে সেনা সেনার সাথে লড়াইয়ে আরও ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে, সেনা কর্মকর্তারা তাই জানিয়েছেন। এটির সাথে এনকাউন্টার থেকে টোল এখন বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন।

সেনাবাহিনীর এক কর্মকর্তা ইন্ডিয়া টুডে টিভিকে বলেছিলেন যে ২৮ মে থেকে শুরু হওয়া চলমান পাল্টা অনুপ্রবেশ অভিযানে ভারতীয় সেনাবাহিনীর সজাগ সেনারা মেনধর সেক্টরে এলওসি বরাবর একটি অনুপ্রবেশের বিডকে সরিয়ে কমপক্ষে দশ জঙ্গি হত্যা করেছিল। কর্মকর্তা জানান, পুঞ্চ জেলার বিভিন্ন গ্রামে তল্লাশি চলছে। তাঁরা আরও জানিয়েছেন, একদল সন্ত্রাসবাদী সোমবার ভোরে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে এই দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল কিন্তু কালাল গ্রামের নিকটে সতর্কতা বাহিনী তাকে আটকা দেয় এবং বন্দুকযুদ্ধ শুরু করে।

feat 1 j

উল্লেখ্য, জম্মু কাশ্মীরের বডগাম জেলায় ভারতীয় সেনা মাদক পদার্থ এবং জঙ্গি মডিউলের পর্দাফাঁস করে জইশ এর সাথে যুক্ত ছয় জনকে গ্রেফতার করেছে। পুলিশ সোমবার জানায় যে, এরা সবাই পাকিস্তানে থাকা নিজেদের মালিকদের সম্পর্কে ছিল আর মাদক পদার্থের চোরাচালান, হাতিয়ার পৌঁছে দেউয়া এবং জইশ এর জঙ্গিদের আর্থিক সাহায্য দেওয়ার কাজ করত।

আরেকদিকে, জম্মু কাশ্মীরের রাজৌরী জেলার নৌশেরা সেক্টরে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে তিন জঙ্গি খতম হয়েছে। আধিকারিকরা জানান, পাকিস্তানের কবজায় থাকা কাশ্মীরের অংশ থেকে জঙ্গিদের এক দল সোমবার সকালে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। কিন্তু সেনার জওয়ানদের তৎপরতায় তাদের খতম করা সম্ভব হয়েছে।

সম্পর্কিত খবর