অষ্টম, দশম ও দ্বাদশ পাশ যুবকদের সুবর্ণ সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি দিল ভারতীয় সেনা

ভারতীয় সেনাবাহিনীতে (indian army) যোগদানের প্রস্তুতি করছেন যে সকল যুবক তাদের জন্য সুখবর।  ২০২১ সালের ৪ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারীর মধ্যে জলন্ধর ক্যান্ট রিক্রুটমেন্ট হেডকোয়ার্টারে ভারতীয় সেনা একটি র‌্যালি করতে চলেছে।

images 2020 11 21T145130.007

  আবেদন প্রক্রিয়াঃ আবেদনকারীদের ভারতীয় সেনার ওয়েবসাইট joinindianarmy.nic.in এ ১৪ নভেম্বর থেকে ২০২০ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে । রেজিষ্ট্রেশন করকে তবেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন না।

অ্যাডমিট কার্ডে উল্লিখিত  সময় ও স্থান অনুযায়ী পৌঁছাতে হবে প্রার্থীদেত।  এপিএস (প্রাথমিক শাখা), মেজর জেনারেল রাজিন্দার সিং গ্রাউন্ড, স্প্যারো রোড, জলন্ধর ক্যান্ট (পাঞ্জাব) এই ঠিককনায় হবে র‍্যালি। জেনে নিন অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

পোস্ট: সৈনিক – সাধারণ দায়িত্ব
বয়সসীমা – সাড়ে সতেরো বছর থেকে একুশ বছর (১ অক্টোবর ১৯৯৯ থেকে ১ এপ্রিল ২০০৩ এর মধ্যে জন্ম তারিখ হতে হবে)।
শিক্ষাগত যোগ্যতা : দশম পাস (প্রতিটি বিষয়ে কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর এবং ৩৩ শতাংশ নম্বর প্রয়োজন)।

পোস্ট : সৈনিক (প্রযুক্তিগত)
বয়সসীমা – সাড়ে সতেরো বছর থেকে একুশ বছর (১ অক্টোবর ১৯৯৯ থেকে ১ এপ্রিল ২০০৩ এর মধ্যে জন্ম তারিখ হতে হবে)।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীদের কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ পাস হতে হবে।  এছাড়াও, দ্বাদশটিতে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, ইংরেজি বিষয় থাকাও জরুরী।  প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ নম্বর থাকা দরকার।

সৈনিক ট্রেডসম্যান (মেস কিপার, হাউস কিপার)
বয়সসীমা – সাড়ে সতেরো বছর থেকে তেইশ বছর (জন্মগ্রহণ ১০ অক্টোবর ১৯৯৭ থেকে ০১ এপ্রিল ২০৯৩ এর মধ্যে জন্মতারিখ হতে হবে)।
শিক্ষাগত যোগ্যতাঃ প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর নিয়ে দশম পাশ করতে হবে।


সম্পর্কিত খবর