বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের কেরন সেক্টরে আজ পাকিস্তানের (Pakistan) একটি ড্রোন ঢুকেছিল। পাকিস্তানের ওই ড্রোনটিকে ভারতীয় সেনা (Indian Army) গুলি করে নীচে নামায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ড্রোন এলওসি দিয়ে সীমান্ত পার করেছিল। আর ভারতীয় সীমান্তের উপর দিয়ে ঘুরে নজরদারি চালাচ্ছিল। সেনা ঘটনার কথা জানতে পেরেই সকাল আটটা নাগাদ ড্রোনটিকে গুলি করে নামিয়ে আনে।
Indian Army troops shot down a Pakistan Army quadcopter around 8 am today along Line of Control in Keran sector of Jammu and Kashmir. The Pakistani quadcopter made by Chinese company DJI Mavic 2 Pro model was shot down while it was flying over own position there. pic.twitter.com/YSZ9f8ZsUC
— ANI (@ANI) October 24, 2020
এই ড্রোনটি চীনের কোম্পানি দ্বারা বানানো DGI মাভিক 2 প্রো মডেলের। বিগত কয়েকমাস ধরে হাতিয়ার সাপ্লাইয়ের জন্য পাকিস্তান এরকম কোয়াড কপ্টার আর ড্রোনের ব্যবহার করছে। যদিও, ভারতীয় সেনা বেশীরভাগ সময়েই পাকিস্তানের আশায় জল ঢেলে দিচ্ছে।
পাকিস্তানের তরফ থেকে আনম্যানড এরিয়াল ভেহকিল (UAV) এর ব্যবহার নজরদারি আর জঙ্গিদের হাতিয়ার পৌঁছানর কাজে ব্যবহ্রত হয়। এছাড়াও ড্রোন, কোয়াড কপ্টার অথবা হেক্সাকপ্টার দিয়ে হামলার বিপদ থেকেই যায়।