ফের ঘুম উড়বে পাকিস্তানের! অপারেশন সিঁদুরের পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র নিয়ে বড় পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর

Published on:

Published on:

Indian Army takes big step with Brahmos missile.

বাংলা হান্ট ডেস্ক: অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য উত্তর দেওয়ার পরে এবার বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় সেনাবাহিনী। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় সেনাবাহিনী এবার প্রচুর পরিমাণে ব্রহ্মোস (BrahMos) সুপারসনিক ক্ষেপণাস্ত্রের অর্ডার দিয়েছে। এদিকে, ওই ক্ষেপণাস্ত্রগুলি ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগের আওতায় তৈরি করা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই সংবাদ সংস্থা ANI ঊর্ধ্বতন প্রতিরক্ষা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, এই বিষয়ে শীঘ্রই সেনাবাহিনীর একটি উচ্চ-স্তরের বৈঠক সম্পন্ন হতে পারে। যেখানে এই চুক্তি অনুমোদন পেতে পারে।

ব্রহ্মোস (BrahMos) ক্ষেপণাস্ত্র নিয়ে বড় পদক্ষেপ ভারতীয় সেনাবাহিনীর:

৪ দিনের মধ্যে জব্দ হয় পাকিস্তান: জানা গিয়েছে যে, এর চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রচুর পরিমাণে ব্রহ্মোস (BrahMos) ক্ষেপণাস্ত্র পেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, অপারেশন সিঁদুরের সময়ে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তানে প্রচুর ধ্বংসযজ্ঞ চালায়। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিমান ঘাঁটি এবং সেনা ক্যাম্প ধ্বংস করার জন্য ব্রহ্মোস ব্যবহার করেছিল। ব্রহ্মোসের আঘাতের মুখোমুখি হওয়ার পর, প্রতিবেশী দেশটি মাত্র ৪ দিনের মধ্যেই যুদ্ধবিরতির আবেদন জানায়।

Indian Army takes big step with Brahmos missile.

যুদ্ধবিমান এবং সাবমেরিনগুলি ব্রহ্মোস (BrahMos) দিয়ে সজ্জিত থাকবে: প্রাপ্ত তথ্য অনুসারে, ভারতীয় নৌবাহিনী তার বীর ক্লাসের সাবমেরিনগুলিকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করবে। এছাড়াও, ভারতীয় বিমান বাহিনী রাশিয়ার তৈরি সুখোই-৩ MKI যুদ্ধবিমানে অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: বহু পরিশ্রমে মিলেছে সাফল্য! ভারতের হয়ে খেলার জন্য প্রিয় জিনিসকেও ভুলেছেন মহম্মদ সিরাজ

প্রধানমন্ত্রী মোদী প্রশংসা করেন: সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরে দেশীয় অস্ত্রের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মোদী জানান, “অপারেশন সিঁদুরের সময়ে সমগ্র বিশ্ব ভারতের তৈরি দেশীয় অস্ত্রের শক্তি দেখেছে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিশেষ করে ব্রহ্মোস (BrahMos) ক্ষেপণাস্ত্র সমগ্র বিশ্বের কাছে আত্মনির্ভর ভারতের শক্তি প্রমাণ করেছে।”

আরও পড়ুন: বহু চেষ্টা করেও হল না লাভ! ভেস্তে গেল চিনের পরিকল্পনা, মাত্র ৭ মাসেই দুর্ধর্ষ রেকর্ড গড়ল ভারত

লস্করের সদর দফতর ধ্বংস: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অপারেশন সিঁদুরের মাধ্যমে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পাঞ্জাবে স্থিত লস্কর-ই-তৈবার সদর দফতর ধ্বংস করার জন্য ব্রহ্মোস (BrahMos) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যার মাধ্যমে কেবল লস্করের সদর দফতরই ধ্বংস হয়নি, বরং ১০০-রও বেশি সন্ত্রাসবাদী নিকেশও হয়েছে।