ভারতীয় সেনা ব্যবহার করতে চাইছে লেজার টেকনিক, স্পর্শ মাত্র ধ্বংস করা যাবে জাহাজ, বিমান

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় (India) সেনাপ্রধান সম্প্রতি আর্মি থিঙ্ক ট্যাঙ্ক ক্লজের আয়োজিত সভায় যুদ্ধকলার বিকাশ সম্বন্ধে তাঁর বক্তব্য পেশ করেন। সেখানে তিনি সেনাদের আধুনিকীকরণের উপরও জোর দেন। তিনি বলেন, উন্নত প্রযুক্তির ফলে সোনিকা ওয়াকম্যান দিয়ে এখন বর্তমান দিনে আর কাজ করা যাচ্ছে না। ভবিষ্যতে নতুন উন্নত প্রযুক্তির জিনিস তৈরির ফলে মিলিটারি ট্যাঙ্ক ফাইটার এফ ক্রাবও পিছিয়ে পড়ছে।

lejar

ভারতের সুরক্ষার (Protection) বিষয়ে তিনি আরও বলেন, সেনারা লেজার এবং উর্জা হাতিয়ার ব্যবহার করার বিষয়েও ভাবছে। এই লেজার টেকনোলজি ব্যবহার করে চীন (Chaina) একবার আমেরিকার (America) বিমানে হামল করার খবর শোনা যায়। আমেরিকার বিমানের উপর চীনের যুদ্ধ জাহাজ থেকে লেজার টেকনোলজি (Laser Technology) দিয়ে আঘাত করা হয়। কিন্তু চীনের রক্ষামন্ত্রালয় গত মাসের তাদের এই কার্যকলাপকে অস্বীকার করেন। আমেরিকার দেওয়া সংবাদে সর্বত্র ছড়িয়ে পড়েছিল যে চীন আমেরিকাকে তাদের নিশানা বানিয়েছে।

আমেরিকার উপর এই হালমা লেজার লাইটের মাধ্যমে করা হয়েছিল, যা কিনা খালি চোখে দেখা যায় না। এই ঘটনার পর আমেরিকা চীনের সঙ্গে সমঝোতা করে, যাতে তারা দ্বিতীয়বার এই ধরণের কোন আচরণ না করে। কিন্তু বেজিং এই সমঝোতা সবসময় লঙ্ঘন করে চলেছে। গত মাসের পাওয়া এক রিপোর্ট অনুযায়ী, চীন আমেরিকা এবং বিদেশি বিমানের উপর হামলা চালিয়ে তাদের প্রভূত ক্ষতির উদ্দ্যেশ্যে লেজার লাইট ব্যবহার করছে।

এই ঘটনাকে ভুল প্রমাণিত করার জন্য চীনের মন্ত্রালয় থেকে জানানো হয়, হামলার ওই দিনে চীনের নৌবাহিনিরা তাদের অন্ত্ররাস্ট্র বিষয়ে প্রতিদিনের ন্যায় অভ্যাস করছিল। এই লেজার টেকনোলজি খুবই শক্তিশালী একটি অস্ত্র। এখন এটি যদি ভারতের হাতে চলে আসে, তাহলে ভারত শত্রু দেশগুলোর মোকাবিলায় আরও এক পদক্ষেপ এগিয়ে থাকবে।

 

Smita Hari

সম্পর্কিত খবর