ভারতের মাটিতে প্রথমবার দিবারাত্রি টেষ্ট ম্যাচ আয়োজিত হতে চলেছে। ভারত এবং বাংলাদেশ দুই দলের কাছেই এই টেষ্ট ম্যাচ অত্যন্ত স্বরণীয় হয়ে থাকবে। আর দেশের মাটিতে প্রথম দিবারাত্রি টেষ্ট ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এই ম্যাচে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটের প্রাপ্তন তারকারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন সেই সাথে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিসিসিআই এর তরফে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে।
এছাড়াও এই ম্যাচকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে বিসিসিআই এর তরফে আরও একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী 22 শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দিবারাত্রি টেষ্টের প্রথম দিনে দুই দেশের অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপার বাহিনী।
এই ঐতিহাসিক টেষ্ট ম্যাচে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেনে বেল বাজিয়ে সূচনা করবেন। সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন ইতিমধ্যেই আমাদের কথা হয়ে গিয়েছে সেনা অধিকারকদের সাথে। এইদিন ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপার বাহিনী উইকেটের সামনে এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দেবেন। জানা গিয়েছে এই ঐতিহাসিক টেষ্ট ম্যাচে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্যই এমন উদ্দ্যোগ নেওয়া হয়েছে।