একই রইল আয়কর! কোনও নতুন ছাড় নেই, যা ছিল তাই থাকবে, বাজেট পেশ করে জানালেন অর্থমন্ত্রী 

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে বৃহস্পতিবার সংসদে ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বৃহস্পতিবার বেলা ১১ টায় ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করলেন তিনি। লোকসভা নির্বাচনের মুখে এটাই নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট। এই বাজেট নিয়ে  সাধারণ মানুষের মনে বিরাট আশা, প্রত্যাশা ছিল। কর কী কিছুটা হলেও কমবে? এমনই প্রশ্ন ছিল মধ্যবিত্তের। তবে বাজেটে ব্যক্তিগত আয়কর যা ছিল তাই থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
২০২৪ এর বাজেটে ব্যক্তিগত আয়করে কোনও নতুন ছাড় নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় প্রত্যক্ষ বা পরোক্ষ কর কোনও ক্ষেত্রেই কোনও নতুন পদক্ষেপ করেন নি অর্থমন্ত্রী। প্রত্যক্ষ ও পরোক্ষ কর যা ছিল তাই থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে, এমন ঘোষণাই করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, ‘নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবেনা।’ পাশাপাশি সরকার কর ব্যবস্থা, কর আদায় ও ফেরত ব্যবস্থা আরও সহজ ও সুগম করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মোদী সরকারের দ্বিতীয় মেয়াদের এটাই শেষ বাজেট। অর্থমন্ত্রী বলেন, “গত ১০ বছরে প্রত্যক্ষ কর আদায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। পুরনো কর কাঠামোয় আয়করে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকছে।’
budget
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, আগের তুলনায় প্রত্যক্ষ কর অনেক গুণ বেড়েছে। আরও বেশি সংখ্যক মানুষ কর দিচ্ছেন। তাদের করের আওতায় আনা সম্ভব হয়েছে। কর্পোরেট ট্যাক্স ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। এই কর দেশের উন্নয়নের কাজে লাগবে। আমি করদাতাদের অভিনন্দন জানাচ্ছি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর