একেই বলে কপালের নাম গোপাল! বিদেশে গিয়ে লটারি কাটতেই ভাগ্য ফিরল ভারতীয় গাড়ি চালকের

বাংলাহান্ট ডেস্ক : বিদেশে গিয়েছিলেন টাকা উপার্জনের জন্য। কিন্তু সেখানেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এক ভারতীয়। অজয় অগুলা নামের এক ভারতীয় গাড়িচালক জ্যাকপটে জিতেছেন কোটি কোটি টাকা। তিনি কাজের সন্ধানে দুবাই পাড়ি দিয়েছিলেন প্রায় চার বছর আগে। সেখানে কাজও করছিলেন। কিন্তু সম্প্রতি একটি জ্যাকপট বদলে দিল তাঁর ভাগ্য।

এই যুবক দুবাইতে লটারি কেটে এখন কোটি কোটি টাকার মালিক। জ্যাকপটে তিনি জিতেছেন ১৫ মিলিয়ন দিরহাম। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা। সামান্য একটা লটারির জোরে তিনি যে কোটিপতি হয়ে যাবেন তা বিশ্বাসই করতে পারছেন না ওই যুবক। যুবকের কথায়,”আমি যে লটারি জিতেছি তা এখনও বিশ্বাস হচ্ছে না।”

   

অজয় দক্ষিণ ভারতের এক গ্রামের বাসিন্দা। তবে তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন তার নির্দিষ্ট ভাবে জানা যায়নি। বর্তমানে একটি অলংকার সংস্থার গাড়ির চালক হিসেবে দুবাইয়ে কর্মরত অজয়। সেখানে তাঁর মাসে রোজগার হয় ৩২০০ দিরহাম। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭১ হাজার টাকা।MONEY NEWS 1 1

জ্যাকপটে এতগুলো টাকা পেয়ে কি করবেন অজয় তা এখনও ভেবে উঠতে পারেননি তিনি। অজয় জানিয়েছেন,একটি দাতব্য কেন্দ্র তৈরি করবেন তিনি। যা তাঁর গ্রামের সাধারণ মানুষদের সাহায্য করবে। অজয়ের এই কোটি কোটি টাকা জেতার খবর প্রথমে তাঁর পরিবারও বিশ্বাস করতে পারেনি। তবে এই খবর প্রকাশ্য আসার পর যুবকের আশা এখন পরিবার এই কথা বিশ্বাস করবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর