থেমে গেল বিরল উদাত্ত কণ্ঠস্বর! ভক্তদের কাঁদিয়ে মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত রাশিদ খান

বাংলা হান্ট ডেস্ক : বছরের শুরুতেই শোকের ছায়া বিনোদন জগতে। থেমে গেল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক বিরল, উদাত্ত কণ্ঠস্বর। মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান (Rashid Khan)। সূত্রের খবর, মারণরোগের কাছে হেরে গেলেন তিনি। জানা যাচ্ছে, বিগত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যান্সারের সাথে যুঝছিলেন তিনি। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও এইদিন হার মেনে নিলেন মস্তিষ্কের রক্তক্ষরণের কাছে।

মঙ্গলবার সকাল দিকে অবস্থা অবনতি হতে থাকলে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি নামি হাসপাতালে। সেখানেই বিকেল ৩টে ৪৫ মিনিটে প্রয়াত হন তিনি। সঙ্গীত জগতের এই উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণের পরপরই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন তার সাথে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।

কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রয়াণ প্রসঙ্গে তাঁর চিকিৎসক বলেন, ‘‘মাথায় ব্লিডিং নিয়ে ভর্তি হয়েছিলেন। এত দিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হয়েছিল। ওঁকে ভেন্টিলেশনে পাঠাতে হয়। ওঁকে ফিরিয়ে আনতে পারিনি। মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে তিনি মারা যান।’’ এরপরেই সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ৩৫০ কিমি হেঁটে পৌঁছেছিলেন অযোধ্যা, হন গুলিবিদ্ধ! রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র পেলেন আসানসোলের অভয়

তিনি বলেন, ‘রশিদ আমার ভাইয়ের মতো। গঙ্গাসাগর থেকে জয়নগরে যাওয়ার পর ফোন এসেছিল। নবান্নে ফিরে খবর আসে, কিছু একটা হয়েছে। ছুটে আসি।’ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর রাশিদের মরদেহ নিয়ে যাওয়া হবে পিসওয়ার্ল্ডে। এরপর বুধবার সেখান থেকে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে সকাল সাড়ে ৯টা নাগাদ। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে তার বাড়িতে। স্নান করানোর পর টালিগঞ্জ কবরস্থানে হবে রাশিদ খানের শেষকৃত্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর