পেটিএম এর সাথে চুক্তি বাড়ল ভারতীয় দলের,স্পনসরসিপ সেই পেটিএমরই

Published On:

বাংলা হান্ট ডেস্ক :- দীর্ঘ ৫ বছরের জন্য চুক্তি বেড়ে গেলো পেটিএম এর।জানা গিয়েছে, প্রতি ম্যাচ পিছু ৩.৮০ কোটি টাকার একটি চুক্তি হয়েছে

পেটিএমর ভারতীয় দলের সাথে। ২০১৫ সালে ৪ বছরের জন্য চুক্তি হয়েছিল পেটিএম এর সাথে।

চুক্তির মেয়াদ শেষ হলে আজ ভারতীয় দল নতুন করে আবার চুক্তির কথা ঘোষণা করল। একট বিবৃতিতে বিসিসিআই এর সিইও রাহুল জোহরি এই কথা জানান।

X