সাই কিশোরের ঘূর্ণিতে বিধ্বস্ত বাংলাদেশ! ভারতের কাছে লজ্জাজনক ভাবে হেরে বিদায় এশিয়ান গেমস থেকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে (2023 Asian Games) টানা দ্বিতীয় জয় পেলো ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল তারা সেই ম্যাচে নেপাল বেশ কঠিন লড়াই উপহার দিয়েছিল ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করে ২০০ বেশি রান তুলে জয় পেয়েছিল ভারতে। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশ (Bangladesh) সেই লড়াইটুকুও উপহার দিতে পারল না।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। কিন্তু ভারতীয় বোলারদের বা বলা ভালো স্পিনারদের বিরুদ্ধে কোনরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক জাকের আলী। ২৯ বলে ২৪ রান করেন তিনি।

ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেন সাই কিশোর। লেফট আর্ম অর্থোডস্ক স্পিনার কৃপণ বোলিং করার পাশাপাশি তিনটি উইকেট নিয়েছেন। নিজের ৪ ঘরে ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তিনি। দুই উইকেট পেয়েছেন আর এক তারকা ছবি না আরো ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট পেয়েছেন অর্শদীপ, শাহবাজ আহমেদ, তিলক ভার্মা এবং রবি বিশ্নই।

আরও পড়ুন: বিশ্বকাপের শুরুতে গেরুয়া জার্সিতে মাঠে নামলেন রোহিত, কোহলি! সনাতন জার্সি, মন্তব্য ভক্তদের

ভারতের সামনে টার্গেট ছিল ৯৭ রান। এরপর রান তাড়া করতে নেমে রুতুরাজ গায়কোয়াড অধিনায়কোচিত ইনিংস খেলেন। গত ম্যাচে শতরান করা যশস্বী জয়সওয়াল এদিন খাতা না খুলেই ড্রেসিংরুমে ফিরেছিলেন। তবে ব্যাট হাতে বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠেন তিলক ভার্মা।

t varma

নেপালের বিরুদ্ধে ম্যাচে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু এদিন সেই ব্যর্থতার স্মৃতি ভুলিয়ে দিলেন দুর্দান্ত ব্যাটিং করে। ২৬ বলে দুটি চার এবং ছয় ছক্কা সহ ৫৬ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া ২৬ বলে ৪০ রানের অপরাজিতা ইনিংস খেলেন অধিনায়ক রুতুরাজও। ভারতের পদক জয় নিশ্চিত হয়ে গিয়েছে ক্রিকেটে। তিলকদের নিশ্চিত করতে হবে যেন সেই পদকটার রং সোনালীই হয়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর