বিশ্বকাপের শুরুতে গেরুয়া জার্সিতে মাঠে নামলেন রোহিত, কোহলি! সনাতন জার্সি, মন্তব্য ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে আরম্ভ হয়েছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড (England vs New Zealand)। ভারতীয় দল (Indian Cricket Team) মাঠে নামবে ৮ই অক্টোবর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ জিতে ইতিবাচকভাবে নিজেদের যাত্রা শুরু করতেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সেই লক্ষ্যে চেন্নাইয়ে পৌঁছে অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। কিন্তু বিরাট কোহলিদের (Virat Kohli) এদিন দেখা গেল গেরুয়া বা কমলা রঙের জার্সিতে (Orange Indian Jersey)।

প্রাথমিকভাবে যে কেউ তাদের দেখে চমকে যেতে পারেন। এই বিশ্বকাপে কমলা জার্সি গায়ে মাঠে নামবে নেদারল্যান্ডস। যোগ্যতা অর্জন করবে একাধিক কঠিন প্রতিপক্ষকে পেছনে ফেলে তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। কিন্তু ভারতকে যে তাদের অবতারে দেখা যাবে এই ব্যাপারটা হয়তো কেউই ভাবতে পারেনি। অনেকেই অবশ্য এই জার্সিটি দেখে বেশ মুগ্ধ হয়েছেন। ভারতবর্ষের সনাতন সংস্কৃতি মাথায় রেখে ভারতের অনুশীলন জার্সি নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায়।

practice jersey of india

তবে এই জার্সিটা শুধুমাত্র ভারতের অনুশীলনের জার্সি। ভারতের মাঠে নামার জন্য যে জার্সিটি ব্যবহৃত হবে তা অনেকটা গত এশিয়া কাপে ব্যবহৃত জার্সির মতনই। তফাৎ হিসেবে শুধুমাত্র অ্যাডিডাসের ট্রেডমার্ক কাঁধের কাছে টানা তিনটে লাইন এশিয়া কাপে সাদা ছিল, কিন্তু বিশ্বকাপে থাকবে ভারতীয় পতাকার অনুকরণে তেরঙ্গা অর্থাৎ গেরুয়া, সাদা এবং সবুজ।

তবে ভারতীয় দল অতীতে কমলা জার্সি পড়ে বিশ্বকাপে নামেনি এমনটা নয়। ২০১৯ সালে আয়োজিত ওডিআই বিশ্বকাপ এই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যে জার্সিটি পড়ে নেমেছিল তাতে ডিপ নীল রংয়ের পাশাপাশি কমলা রঙের আধিক্য ছিল প্রবল। তবে দুর্ভাগ্যবশত সেবার ওই জার্সিটি পড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হয়েছিল ভারতকে।

আরও পড়ুন: সুখবর পেলো BCCI! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ভারতের স্বস্তি বাড়িয়ে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এবারের বিশ্বকাপে প্রবল পরাক্রমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান আরম্ভ করছে ভারত। চলতি বছরে দুবার অস্ট্রেলিয়া দল ভারত সফরে এসেছিল। তার মধ্যে একবার তারা ওডিআই সিরিজ জিতেও ফিরেছে। তাই ভারতের পরিবেশ পরিস্থিতি তাদের অজানা নয়। জয় দিয়ে অভিযান শুরু করতে চাইলে রোহিত শর্মাদের সতর্ক থাকতে হবে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর