কয়েকদিন আগে ক্যারিবিয়ান সফরে দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেট দল তবে সেই সফর এখন অতীত। এখন ভারতের সামনে শক্তিশালী দক্ষিণ আফ্রিকা আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। তার আগে শুক্রবার হিমাচল প্রদেশের ধর্মশালায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য পৌছে গেল বিরাট কোহলি এন্ড কোম্পানি।
আর ধর্মশালা পৌছানোর সাথে সাথেই ভারতীয় টিমকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানানো হল। বিরাট কোহলি, ঋষব পন্থদের হিমাচলি টুপি পরিয়ে বরণ করেন সেখানকার মানুষেরা। ভারতীয় ক্রিকেটের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করা হয় সেই সাথে লেখা হয়েছে ঐতিহ্যবাহী ধর্মশালায় পৌছানোর সাথে সাথে এক সুন্দর অভ্যর্থনা জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট টিমকে।
এইদিন ধর্মশালার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ভারতীয় টিমের প্রত্যেকটি মেম্বার জড়ো হয়েছিল রাজধানী দিল্লিতে। সেখানে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে নামাঙ্কিত ক্রিকেট স্ট্যান্ডের উদ্বোধন হলো এবং সে অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রতিটি ক্রিকেটার। উল্লেখ্য সম্প্রতি সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে সবথেকে বেশি টেস্ট জয়ী ভারত অধিনায়ক হিসেবে উঠে এসেছে বিরাট কোহলি। আর বিরাট কোহলির এই সাফল্যকে সম্মানিত করার জন্য দিল্লি ক্রিকেট বোর্ডের তরফে সিদ্ধান্ত নিয়ে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে একটি স্ট্যান্ড বিরাট কোহলির নামে করা হয়েছে। আর তাই ধর্মশালা যাবার আগে এই স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো ভারতীয় টিম।
এই সিরিজে ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। আর তাই প্রথম ম্যাচ খেলার দুদিন আগেই ধর্মশালায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা দল। এবার টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবে তাদের নতুন অধিনায়ক কুইন্টন ডি’কক। তবে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের অভিজ্ঞ পেসার অ্যাটাক অর্থাৎ যাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ সামিকে। তার বদলে দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভা। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামের পর দলে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।