অন্যের ভুলে প্রাণ হারালেন ভারতের উদীয়মান ক্রিকেটার! CCTV-তে ধরা পড়ল সবটা

Published on:

Published on:

Indian cricketer dies in accident.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি দুঃসংবাদ সামনে এসেছে। মূলত, জম্মু-কাশ্মীরের তারকা ক্রিকেটার (Cricketer) ফরিদ হুসেন একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২০ অগাস্ট এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেটি প্রত্যক্ষ করে শিউরে উঠেছেন সবাই।

দুর্ঘটনায় মৃত্যু জম্মু-কাশ্মীরের তারকা ক্রিকেটারের (Cricketer):

মূলত, অন্যের ভুলের কারণেই প্রাণ হারান ওই ক্রিকেটার (Cricketer)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে, দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে হুসেন তাঁর স্কুটারে চেপে যাচ্ছিলেন। সেই সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে এক ব্যক্তি হঠাৎ গাড়ির দরজা খুলে দেন। যার ফলে ফরিদ ধাক্কা খান। গাড়িতে বসে থাকা ওই ব্যক্তি হঠাৎ গাড়ির দরজা খুলে দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। ফরিদ তাঁর স্কুটার থামানোর কোনও সুযোগই পাননি। যার দরুণ তাঁর স্কুটারটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে ফরিদ তৎক্ষণাৎ তাঁর স্কুটার থেকে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়: এই দুর্ঘটনার ফলে ফরিদকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। গত শনিবার হুসেনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, হুসেনের স্কুটারের গতি খুব একটা বেশি ছিল না। কিন্তু, গাড়ির দরজার সঙ্গে তাঁর আকস্মিক সংঘর্ষ মারাত্মক প্রমাণিত হয়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। গাড়ির দরজার সঙ্গে ধাক্কা লাগার পর ফরিদ মাটিতে পড়ে যান। তাঁকে সাহায্য করার জন্য ২ জন ছুটে আসেন।

আরও পড়ুন: আবু সাঈদকে গুলি করেছিলেন ইনিই! ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে পাকড়াও সেই বাংলাদেশ পুলিশ কর্মকর্তা

ইতিমধ্যেই পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। এদিকে, ফরিদ হোসেনের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ঘটনাটির পরিপ্রেক্ষিতে নেটিজেনদের প্রতিক্রিয়াও সামনে এসেছে। একটা ছোট ভুলও কীভাবে প্রাণ কেড়ে নিতে পারে সেই বিষয়টিরই অবতারণা করেছেন সকলে।

আরও পড়ুন: আন্ডারওয়াটার মেট্রো-বুলেট ট্রেনের পর গণপরিবহণে রোপওয়ে! বিদেশ নয়, প্রথম চালু হচ্ছে ভারতের এই শহরেই

ফরিদ হুসেন একজন সুপরিচিত ক্রিকেটার ছিলেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পুঞ্চ জেলার বাসিন্দা ফরিদ হুসেন একজন সুপরিচিত ক্রিকেটার (Cricketer) ছিলেন। তিনি সংশ্লিষ্ট এলাকার একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। ধীরে ধীরে তিনি স্থানীয় ক্রিকেট জগতে তাঁর স্থান করে নিচ্ছিলেন। তাঁকে একজন পরিশ্রমী এবং প্রতিভাবান ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হত। তবে কেরিয়ার সবেমাত্র শুরু হয়েছিল। কিন্তু, এই দুর্ঘটনা সবকিছুর অবসান ঘটিয়ে দিল।