সেই ম্যাচ মনে করে এখনও ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন ভারতীয় ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেট দল সাধারণত অতীত মনে রাখে না। অতীতকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াই হচ্ছে ভারতীয় ক্রিকেটের মূলমন্ত্র। কিন্তু এখনও পর্যন্ত সেই একটা ম্যাচ ভারতীয় ক্রিকেটারদের চোখের সামনে ভেসে ওঠে। সেই ম্যাচটা যেন এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। এখনো পর্যন্ত ঘুমের মধ্যে মাঝে মাঝে সেই ম্যাচ নিয়ে স্বপ্ন দেখেন ভারতীয় ক্রিকেটাররা। যদি সম্ভব হত তাহলে ভারতীয় ক্রিকেটাররা সেই ম্যাচের রেজাল্ট এখনও বদলে দিতে চান। কিন্তু কোন ম্যাচ? ভারতীয় তারকা ক্রিকেটার লোকেশ রাহুল তুলে ধরলেন বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই দুঃস্বপ্নের ম্যাচ।

2019 ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত পারফরম্যান্স করছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে সেই আসল সময়ে পুরোপুরি ভাবে ব্যর্থ হয় ভারতীয় ব্যাটিং লাইনআপ। এরফলে নিউজিল্যান্ডের কাছে দুঃস্বপ্নের মতো হারতে হয় ভারতীয় দলকে। সেই ম্যাচ হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় ভারতীয় দলের। সেই ম্যাচ প্রসঙ্গে তারকা ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল জানিয়েছেন এখনো অনেক ভারতীয় ক্রিকেটার সেই ম্যাচের আঘাত কাটিয়ে উঠতে পারেনি। এখনো মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে সেই ম্যাচ নিয়ে আমরা দুঃস্বপ্ন দেখি।

270617878167789314eca9c33b3bfac78034f3be58d8c43ad91d00b48cfebbcad367c3c7

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাত্র 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় পুরো ভারতীয় ব্যাটিং লাইনআপ। সেই সময় প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা লড়াই করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই ম্যাচ হারতে হয় ভারতীয় দলকে। আর সেই ম্যাচে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ভারতীয় দলের।

Udayan Biswas

সম্পর্কিত খবর