চট জলদি করোনামুক্ত হবে না পৃথিবী, বয়স্ক মানুষদের জন্য বিশেষ পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা

বাংলাহান্ট ডেস্ক :করোনা(corona) সংক্রমণ সবথেকে বেশী ভয়ঙ্কর হচ্ছে বৃদ্ধদের (senior citizen ) কাছে। চীন (china)থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। আর করোনা ভাইরাস শুরু থেকেই বয়স্ক মানুষকে আর শিশুদের আক্রমণ করছিলো। কিন্তু এই পরিস্থিতিতেও আমাদের সমাজের একটি বড় অংশ নতুন বাস্তবতার সাথে লড়াই করছে তারা হলেন প্রবীণ নাগরিক। সারা দেশে এখন করোনা রোগীর সংখ্যা প্রায় ষাট হাজার। পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের ১৭ই মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করেছেন। কিন্তু তাও খারাপ অবস্থায় এগোচ্ছে ভারত। মুম্বাই, গুজরাট আর দিল্লীতে অবস্থা ভয়াবহ।

coronavirus testing everlywell

ডায়াবেটিক রুগী এবং হাই ব্লাড প্রেশারের রুগীদের আশংকা বেশী 
যদিও অন্যান্য অনেক সংক্রমণের তুলনায় কভিড -১৯ বিশেষভাবে মারাত্মক নয়, তবে প্রবীণ এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগীর কাছে এই রোগ বেশী প্রকট হচ্ছে। তারা বেশী ঝুঁকির মধ্যে আছেন।

দুটি কারণে প্রবীণদের হতে পারে করোনা 
প্রবীণ নাগরিকদের উপর এই ভাইরাস দুটি কারণে প্রভাব ফেলে , একটি হ’ল সংক্রমণ এবং দ্বিতীয়টি হ’ল মানসিক স্বাস্থ্য। তবে সেই ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন। আর এই ভাইরাসটা কেন তাদের জন্য বিপজ্জনক তা বারবার বলার কারণেও তাদের মধ্যে মানসিক চাপ পড়তে পারে। তাই এসময় ঘরে থেকে সুস্থ আর স্বাভাবিক জীবন কাটাতে হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা । আর এই সব নিয়ম মেনে চলতে হবে।


সম্পর্কিত খবর