তরতরিয়ে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি! তৃতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ৮.৪ শতাংশ, সংশোধন পূর্বাভাস

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে তরতরিয়ে এগিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি (Indian Economy)। শুধু তাই নয়, আর্থিক বৃদ্ধির হারের প্রসঙ্গে সামনে আসছে বিভিন্ন ইতিবাচক রিপোর্টও। সেই রেশ বজায় রেখেই এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে খবরের শিরোনামে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বৃহস্পতিবার জাতীয় পরিসংখ্যান দফতরের (National Statistical Organisation, NSO)-র তরফে আপডেট প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে যে, ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারতের GDP বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এই হার ছিল মাত্র ৪.৩ শতাংশ।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পরিসংখ্যান অনুসারে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বৃদ্ধির হার ৮ শতাংশেরও কম ছিল। তবে, এবার তার থেকে কিছুটা উন্নতি হয়েছে। এদিকে, অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশের মত অনুযায়ী, এই ধারা বজায় থাকলে চলতি অর্থবর্ষে সামগ্রিক আর্থিক বৃদ্ধির হার ৭.৬ শতাংশকে ছাপিয়ে যেতে পারে।

Indian economy is progressing gradually

অর্থনৈতিক বিশেষজ্ঞরা অক্টোবর-ডিসেম্বরের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির প্রসঙ্গে যে পূর্বাভাস দিয়েছিলেন প্রকৃত বৃদ্ধির হার সেটাও ছাপিয়ে গিয়েছে। মূলত, রয়টার্সের অর্থনৈতিক বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৬.৬ শতাংশ GDP বৃদ্ধি ঘটবে। কিন্তু, পরিসংখ্যান অনুযায়ী তার চেয়ে অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে এই হার।

আরও পড়ুন: শামিকে ঘিরে আশঙ্কার মেঘ? আর কোনওদিন বিশ্বকাপ খেলতে পারবেন না তিনি? বড় আপডেট BCCI-এর

উল্লেখ্য যে, চলতি বছরের জানুয়ারিতে NSO-র তরফে প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হয় যে, ২০২৩-২৪ অর্থবর্ষে GDP বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হতে পারে। কিন্তু বৃহস্পতিবার সেই অনুমান সংশোধন করে করা হয়েছে ৭.৬ শতাংশ। জানিয়ে রাখি যে, করোনার মতো ভয়াবহ মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে প্রভাবিত এবং অনিশ্চিত হয়ে পড়া বিশ্ব অর্থনীতিতে ভারত ব্যতিক্রমী জায়গায় রয়েছে।

আরও পড়ুন: “ওয়ান চায়ে প্লিজ”, ডলির কাছ থেকে চায়ের তৃষ্ণা মেটালেন বিল গেটস! ভারতের করলেন ভূয়সী প্রশংসা

পাশাপাশি, এই বিষয়টি দু’বছর আগেই জানিয়েছিল, IMF থেকে শুরু করে বিশ্ব ব্যাঙ্ক ও ব্লুমবার্গ ইকনমিক্সের মতো বিভিন্ন আর্থিক ও পরামর্শদাতা সংস্থা। এমতাবস্থায়, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার ৭ শতাংশ ছুঁতে পারবে কি না, এই বিষয়ে কৌতূহল তৈরি হলেও গত বছরের মে মাসে প্রকাশিত সরকারি রিপোর্ট জানিয়েছিল যে, GDP বৃদ্ধির হার পৌঁছেছিল ৭.২ শতাংশে। তবে, এবার তা আরও বৃদ্ধি পেতে চলেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর