বাংলাহান্ট ডেস্ক : আবারও একটি ঘটনায় স্বরূপ বেরিয়ে পড়ল বাংলাদেশের (Bangladesh)। মাছ ধরতে গিয়ে ফের বাংলাদেশের সেনার হাতে আটক হলেন পশ্চিমবঙ্গের ৩৪ জন মৎস্যজীবী। বাংলাদেশের মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ৭৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে আটক করা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের। মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশের (Bangladesh) জলসীমায় ঢুকে পড়ায় দুটি ট্রলার সহ ভারতীয় মৎস্যজীবীদের আটক করা হয়েছে বলে অভিযোগ।
ফের বাংলাদেশে (Bangladesh) আটক ভারতীয় মৎস্যজীবী
মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, আন্তর্জাতিক জলসীমার কাছে বাংলাদেশের (Bangladesh) নৌবাহিনীর হাতে আটক হয়েছেন ওই ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীরা। ওখানে দুই দেশের মৎস্যজীবীরাই মাছ ধরেন। অভিযোগ, মাছ ধরার সময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশের (Bangladesh) জলসীমায় ঢুকে পড়েছিল ভারতীয় দুটি ট্রলার।
আটক হয়েছেন ৩৪ জন মৎস্যজীবী: জানা গিয়েছে, ট্রলার সহ ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের (Bangladesh) নৌবাহিনী। মোংলা থানার পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে নৌবাহিনীর তরফে। মাছ ধরার জাল সহ অন্যান্য সরঞ্জামও তাদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন : শিল্পে আসবে গতি, রাজ্যে বন্দে ভারতের কোচ নির্মাণে বড় পদক্ষেপ, ১২৬ কোটির জমি লিজে দিচ্ছে সরকার
কী বলছে মৎস্যজীবী সংগঠন: কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের কর্মকর্তাদের কাছে খবর পৌঁছেছে ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গল চণ্ডি-৩৮’ নামে দুটি ট্রলার আটকা পড়েছে বাংলাদেশে (Bangladesh)। এই ঘটনাকে অনভিপ্রেত বলে মত মৎস্যজীবী সংগঠনের।
আরও পড়ুন : সরকারি পোর্টাল ব্যবহার করেই ৪ হাজার ভুয়ো সার্টিফিকেট! নেপথ্যে কে? এবার সামনে এল মূল অভিযুক্ত
মৎস্যজীবী সংগঠনের তরফে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরছিল ট্রলার দুটি। তখনই অবৈধ ভাবে বাংলাদেশ (Bangladesh) নৌবাহিনী ওই ট্রলার দুটি সহ ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে নিয়ে যায়। ওই মৎস্যজীবীরা সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৎস্যজীবী সংগঠনের তরফে বিষয়টা লিখিতভাবে মৎস্য দফতর, জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে জানানো হবে বলে খবর।