শ্রীলঙ্কাকে 3-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারতীয় ফুটবল দল।

অনুর্দ্ধ 18 সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি ফাইনালে উঠে গেল ভারতীয় ফটবল দল। গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে শ্রীলঙ্কাকে 3-0 ব্যবধানে হারায় ভারতীয় দল। এই ম্যাচে তিন টি গোলই হয় দ্বিতীয় অর্ধে। যার মধ্যে ইনজুরি টাইমে হয় দুটি গোল। এই ম্যাচে ভারতের হয়ে জোড়া গোল করেন গুরকিরৎ সিং অপর গোলটি করেন আমন ছেত্রী।

এই ম্যাচের প্রথমার্ধে কোনো দলই কোন গোল করতে পারেন নি, ফলে প্রথমার্ধ থাকে গোলশূন্য। তবে ম্যাচের শুরু থেকেই ভারতীয় টিমের কাছে এসেছিল একাধিক সুযোগ, কিন্তু সেই সমস্ত সুযোগ কাজে লাগিয়ে সেগুলিকে গোলে পরিণত করতে পারেনি ভারতীয় দল। অপরদিকে শ্রীলঙ্কার কাছেও এসেছিল বেশ কিছু সুযোগ কিন্তু তারাও আটকে যায় ভারতীয় ডিফেন্সের কাছে। ম্যাচের 36 মিনিটে বিক্রম প্রতাপ সিং একটা ফ্রি-কিক আদায় করে নিলেও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই ফ্রি-কিক। ফলে গোলের সুযোগ এলেও গোল করতে পারে ব্যর্থ হয়ে ভারতীয় দল। ম্যাচের 41 মিনিটে শ্রীলংকার বক্সের কাছে ফের একবার ফ্রি-কিক পেয়ে গিয়েছিলো ভারত, কিন্তু এক্ষেত্রেও লক্ষ্যভ্রষ্ট হয় ভারতীয় দল। এর ফলে প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।

75 1326096089220120576 n 1569242712464 1

তারপর দ্বিতীয়ার্ধের শুরু হতেই ভারতীয় দল আক্রমনের ঝাঁজ বাড়ায়। একের পর এক আক্রমনে ধুরমুস করে দেয় শ্রীলংকার রক্ষণভাগ। ম্যাচের 65 মিনিটের মাথায় ভারত প্রথমবারের জন্য শ্রীলংকার লক্ষ্যভেদ করে ভারতীয় স্ট্রাইকার গুরকিরৎ শ্রীলংকার ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে বল জড়িয়ে দেন শ্রীলংকার জালে। এর ফলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় ফুটবল দল আর বাকি দুটি কল হয় ম্যাচের ইনজুরি টাইমে। গুরকিরৎ তার দ্বিতীয় গোলটি করেন 90+2 মিনিটে ভারত এগিয়ে যায় 2-0 ব্যবধানে। একেবারে শেষ সময়ে অর্থাৎ 90+5 মিনিটে আমন ছেত্রী ভারতের হয়ে তৃতীয় গোল করেন। ম্যাচ শেষে চূড়ান্ত স্কোরে দাঁড়ায় ভারতের পক্ষে 3-0।

গ্রুপের প্রথম ম্যাচে ভারত বাংলাদেশের সাথে গোলশূন্য ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 3-0 ব্যবধানে হারিয়ে চার পয়েন্ট নিয়ে ভারত চলে গেল দ্বিতীয় রাউন্ডে। অর্থাৎ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ।

Udayan Biswas

সম্পর্কিত খবর