বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) ছাড়াই আজ কিংস কাপের (Kings Cup) সেমিফাইনালে মাঠে নেমেছিল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। প্রতিপক্ষ ছিল ফিফা ক্রমতালিকায় ৭০ তম স্থানে থাকা ইরাক। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা জিদান ইকবালদের মতো তরুণ তারকা সমৃদ্ধ নিজেদের চেয়ে অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত কেমন পারফরম্যান্স করে সেদিকে নজর ছিল সকলের।
কিন্তু ভালো পারফরম্যান্স করেও লাভ হলো না। দুর্ভাগ্যজনকভাবে টাইব্রেকারে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেল ভারত। মরিয়া লড়াই করেও সন্দেশরা ফাইনালের টিকিট জোগাড় করতে পারলেন না। তবে এর জন্য অনেকেই দায়ী করছেন আজকের ম্যাচের রেফারিকে।
ভারতীয় দল আজ প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল। ইস্ট-মোহন কম্বিনেশনে ভর করে লিড পেয়েছিলো ভারত। ম্যাচের ১৭ মিনিটে মোহনবাগানের সাহাল আব্দুল সামাদের পাস থেকে জমি ঘেঁষা শটে ইরাক গোলরক্ষককে পরাস্ত করেন ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ সিং। কিন্তু ২৮ মিনিটেই পেনাল্টি থেকে ইরাককে সমতায় ফেরান আলী আল হামাদি।
এরপর দ্বিতীয়ার্ধে জালাল হাকিমের আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় ভারতীয় দল। একসময় মনেও হচ্ছিলো যে ভারত নিজেদের চেয়ে অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে হয়তো জয়তে থাইল্যান্ডের মাটিতে ফাইনালে পৌঁছে যাবে ভারত। কিন্তু রেফারির দেওয়া বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ইরাক ম্যাচ নিয়ে যায় টাইব্রেকারে। সেখানে ভারতের ব্রেন্ডনের শট পোস্টে লাগে। ৫-৪ ফলে জয় পায় ইরাক।
এই টুর্নামেন্টে ভারতের সেরা খেলোয়ার সুনীল ছেত্রী ছিলেন না। ছেলে জন্ম নেওয়ায় এখন নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছেন তিনি। অনেকে মনে করছেন যে তিনি থাকলে তার অভিভাবকত্বে হয়তো ম্যাচ জিতে নিতে পারতো ভারত। তবে এশিয়ান কাপের আগে এই ম্যাচ ও হার আরও পরিণত করবে ভারতীয় দলকে।