একের পর এক সুঃসংবাদ পাচ্ছেন সুনীল ছেত্রীরা! এবার কি তবে ফুটবল বিশ্বকাপ খেলবে ভারত?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক (Ministry of Sports and Youth Affairs)। ভারতের মহিলা দলের পাশাপাশি ভারতীয় পুরুষ দলকেও আসন্ন এশিয়ান গেমসে (2023 Asian Games) মাঠে নামার অনুমতি দিচ্ছে কেন্দ্র। গত কয়েকদিন ধরে ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team) এশিয়ান গেমসের না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। ভারতের কোচ থেকে শুরু করে ভারতীয় ফুটবলপ্রেমীরা প্রত্যেকেই আর্জি জানিয়েছিলেন যাতে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) চীনের মাটিতে গিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেওয়া হয়। অবশেষে সেই দাবিকে মান্যতা দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের জন্য ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ও সেই দফতরের মন্ত্রী অনুরাগ ঠাকুরকে ধন্যবাদ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে নিজের বক্তব্যে জানিয়েছেন যে তারা এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি এবং ভারতীয় ফুটবল দল এই ভরসার মান রাখবে।

indian football team ag

এরই মধ্যে আজ এশিয়ান গেমসের গ্রূপ ড্র-র পাশাপাশি আসন্ন ফুটবল বিশ্বকাপ ও ২০২৭ সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে গ্রুপ বিন্যাস প্রকাশ পেয়েছে। এশিয়ান গেমসের ক্ষেত্রে ছয়টি গ্রুপের প্রথম দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দল পরের ডাউনের যোগ্যতা অর্জন করবে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ক্ষেত্রে গ্রুপের প্রথম দুই স্থানে অভিযান শেষ করা দল ২০২৭ সালে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের যোগ্যতা সরাসরি অর্জন করবে এবং ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরের রাউন্ডে যাবে। এক নজরে ভারতের দুটি গ্রুপ দেখে নেওয়া যাক।

এশিয়ান গেমসে ভারতের গ্রুপ:

১. চায়না
২. বাংলাদেশ
৩. মায়ানমার
৪. ভারত

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে ভারতের গ্রুপ:

১. কাতার
২. ভারত
৩. কুয়েত
৪. আফগানিস্তান/মঙ্গোলিয়া

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর