ভারতীয় ফুটবলার সি এস বিনীত এখন কাজ করছেন করোনা হেল্পলাইন সেন্টারে।

এই মুহূর্তে করোনা ভাইরাসের কারনে দেশজুড়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই কোভিন 19 এর বিরুদ্ধে কিভাবে লড়াই করবেন, কেমন করে বাঁচা যাবে এই করোনার হাত থেকে সেই ব্যাপারে কেরালা বাসীকে সচেতন করতে এবার সরকারি হেল্পলাইন সেন্টারে কাজ করা শুরু করলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং জামশেদপুর এফসির ফুটবলার সি এস বিনীত।

কিন্তু কীভাবে তিনি করোনা হেল্পলাইন সেন্টারের সাথে যুক্ত হলেন সেই ব্যাপারে জানাতে গিয়ে তিনি বলেন, আমি যখন কেরলে এলাম তারপর কেরল স্পোর্টস ফেডারেশনের তরফ থেকে আমার সাথে যোগাযোগ করা হয় যে আমি করোনা হেল্পলাইন সেন্টারের সাথে যুক্ত হতে চায় কিনা? তাদের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যায় কারণ এই মুহূর্তে দেশের যে কঠিন পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে সকলে একযোগে লড়াই করা উচিত। আর সেই কারণে সাধারণ মানুষের সুবিধার্থে আমি কেরলের করোনা হেল্পলাইন সেন্টারের সাথে যুক্ত হয়ে যায়।

2306545a3f50da88bd426d7f0e48f69079b16b41c94ad2e27866685cae8537447b63f0e

এছাড়াও সি এস বিনীত জানিয়েছেন যখন প্রথম করোনা ভাইরাস কেরলে দাপট দেখতে শুরু করল তখন দৈনিক 150 টির বেশি ফোন কল আসতো, কিন্তু এখন কেরলের অবস্থা কিছুটা উন্নতি হওয়ার জন্য কলের সংখ্যা কমেছে। কিন্তু আমি নিয়মিত হেল্পলাইন সেন্টারে যায় এবং সরকারি নিয়ম মেনে মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে কাজ করি।

Udayan Biswas

সম্পর্কিত খবর