বাংলাহান্ট ডেস্ক : আপনি কি নিজের একটা বাইক অথবা চারচাকা কেনার পরিকল্পনা করছেন? কিন্তু পেট্রল বা ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। তাহলে কয়েকটা দিন অপেক্ষা করুন। এই অপেক্ষাই আপনার সামনে খুলে দেবে লাভের দরজা। কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতিন গডকরী শোনালেন এমনই এক আশার কথা। তিনি জানান ইলেকট্রিক চালিত গাড়ির দাম নেমে আসবে পেট্রোল চালিত গাড়ির দামের পাশেই।
শুক্রবার একটি সংবাদ চ্যানেলে অনুষ্ঠানে তিনি আরও জানান, খুব শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম নেমে আসবে মানুষের সাধ্যের মধ্যেই। পরিবহনমন্ত্রী বলেন, ‘আমি চেষ্টা করছি যাতে বৈদ্যুতিন গাড়ির মূল্য কমিয়ে প্রোটল বা ডিজেল চালিত গাড়ির মতো করা যায়। একবছরের মধ্যেই এই পরিকল্পনাকে সফল করার চেষ্টা করছি। বৈদ্যুতিন গাড়ির দাম কমাতে পারলে পেট্রোল ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানির চাহিদা অনেকটা কমবে। তার ফলে জ্বালানি কিনতে যে বৈদেশিক মুদ্রা ব্যায় হতো সেই খরচ অনেকটাই কমবে।’
পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করতে পরিবহন দফতর প্রতিনিয়ত কাজ করে চলছে। পরিবহন সংক্রান্ত সমস্যাকে হ্রাস করার জন্য পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। গডকড়ি জানান কেউ যদি রাস্তায় ভুল ভাবে পার্কিং করা গাড়ির ছবি পরিবহন দপ্তরে পাঠান তাহলে তাঁকে ৫০০ টাকা পুরস্কারও দেওয়া হবে। এমনকি এই বিষয়ে আইন প্রনয়নের কথাও সরকার ভাবছে বলেই জানা যাচ্ছে।
জানা যাচ্ছে পরিবেশকে রক্ষা করতে পরিবেশবান্ধব গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় পরিবহন দফতর। বৈদ্যুতিন গাড়ি তৈরির উপর দেওয়া হচ্ছে বিশেষ নজর। বাড়তে থাকা জীবাশ্ম জ্বালানির দামকে নিয়ন্ত্রণ করতে এই পরিকল্পনা বিশেষ কার্যকর বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।