বাংলা হান্ট ডেস্ক: হরদীপ সিং নিজ্জার (Hardeep Singh Nijjar) পর কানাডায় ভারতীয় গ্যাংস্টার তথা খলিস্তানি নেতা সুখদুল সিং (Sukhdool Singh) ওরফে সুখা দুনেকে নিহত হয়েছে। এই নিয়ে ভারত-কানাডা দ্বন্দ্ব চরমে। এবার এই পরিস্থিতিতে আরও কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। ভিসা (Visa) পরিষেবা স্থগিত করল ভারত সরকার। আপাতত কোনও কানাডিয়ান (Canada) নাগরিক ভারতের ভিসা পাবেন না। ফলে ভারতে আসতে পারবেন না কোনও কানাডিয়ান। বৃহস্পতিবার থেকেই এই পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি (New Delhi)। অনলাইন ভিসা (Online Visa) আবেদন সংস্থা BLS ইন্টিরন্যাশনাল জানিয়েছে, পরিচালনা সংক্রান্ত কারণ দেখিয়ে আপাতত ভিসা পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, খলিস্তানি (Khalistan) জঙ্গি হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর ঘটনায় ভারত সরকারকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। ভারতের কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল কানাডার সরকার। পাল্টা কানাডার কূটনীতিককেও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে। কানাডার অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে পাল্টা ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত খলিস্তানিদের সমর্থন করার অভিযোগ উঠেছে কানাডার বিরুদ্ধে।
উল্লেখ্য, বুধবারই কানাডার বেশ কিছু এলাকায় ভারতীয়দের যেতে নিষেধ করেছিল নয়াদিল্লি। আর এরপর দিনই এবার ভিসা পরিষেবা স্থগিত করা হল।
এদিকে জুন মাসে নিজ্জারের মৃত্যুর পর বুধবার সুখদুল সিং ওরফে সুখা দুনেকের মৃত্যু হয়। সুখা পাঞ্জাবের বাসিন্দা ছিল। কুখ্যাত ধাবিন্দর ভাম্বিয়া গ্রুপের সক্রিয় সদস্য ছিল সে। সূত্রের খবর, কানাডার উইংপেগ এলাকায় বুধবার সন্ধেয় গোষ্ঠী সংঘর্ষে নিহত হয় এই গ্যাংস্টার। যা নিয়ে নতুন করে ভারত-কানাডা দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।