কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত, এবার থেকে ‘পরাক্রম দিবস” হিসেবে পালিত হবে নেতাজি জয়ন্তী

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকার মঙ্গলবার মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী নিয়ে বড় সিদ্ধান্ত নেয়। সরকার এবার থেকে প্রতিবছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে পালন করবে। কেন্দ্রের সাংস্কৃতিক মন্ত্রালয় এই কথা জানায়। জানিয়ে দিই, এই বছর নেতাজি সুভাষ চন্দ্রের ১২৫ তম জন্ম জয়ন্তী পালিত হবে।

সাংস্কৃতিক মন্ত্রালয় দ্বারা জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ‘নেতাজির অদম্য চেতনা এবং দেশের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা আর শ্রদ্ধাকে স্মরণ করতেভারত সরকার দেশবাসী বিশেষ করে যুব সম্প্রদায়কে প্রেরণা দিতে ওনার জন্মদিন ২৩ জানুয়ারি প্রতি বছর পরাক্রম দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। নেতাজি প্রতিকূল পরিস্থিতিতেও দেশবাসীর মধ্যে দেশপ্রেমের সূচনা করেছিলেন”

জানিয়ে দিই, এবছর নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন। তিনি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। এবং সেখান থেকে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরের Belvedere Estate এর জাতীয় লাইব্রেরীতেও যেতে পারেন। আর এই নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ সুরক্ষা বাহিনী ১৮ জানুয়ারি একটি সুরক্ষা সমিক্ষা বৈঠকও করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য দুটি কার্যক্রম শর্টলিস্ট করা হয়েছে।

প্রধানমন্ত্রীর যাত্রায় কোনও রাজনৈতিক কার্যক্রম রাখা হয়নি। যদিও তিনি রাজ্যের বিজেপি নেতাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। আরেকদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে একটি পদযাত্রা করতে পারেন।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর