বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় হকি দল অলিম্পিকে একসময়ের সোনা জয় করেছে ঠিকই কিন্তু অনেকেই শুনলে আশ্চর্য হবেন যে কমনওয়েলথ গেমসের এখনো অবধি স্বর্ণপদক অধরা ভারতীয় পুরুষ হকি দলের। বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে সেই লক্ষ্য পূরণ করতে চাইছেন মনপ্রীত সিং-রা। সেই লক্ষ্য পূরণের প্রাথমিক পদক্ষেপ দুর্দান্ত ভাবেই নিয়েছে ভারতীয় হকি দল।
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর কমনওয়েলথ গেমসে পদক জয়ের জন্য ফেভারিট ভারতীয় পুরুষ হকি দল। সেই সম্ভাবনাকে সত্যি প্রমান করার প্রথম লক্ষ্যে অপেক্ষাকৃত দুর্বল ঘানাতে ১১ গোলে হারিয়ে বিরাট জয় পেয়েছে ভারত। ঘানা দলের ডিফেন্সকে নাকানিচোবানি খাওয়ান ভারতীয় খেলোয়াড়রা। জবাবে একবারও ভারতের নেটের বলতে পারেননি ঘানার স্ট্রাইকাররা।
GOAL! and it is Team India’s tenth goal with their exceptional teamwork and fluid gameplay.
IND 10:0 GHA #IndiaKaGame #HockeyIndia #B2022 #Birmingham2022 @CMO_Odisha @IndiaSports @sports_odisha @Media_S
— Hockey India (@TheHockeyIndia) July 31, 2022
যদিও ঘানাকে হারালেও এখনো যে ভারতের রাস্তা অতীব সহজ, এমনটা একেবারেই ভাবা ঠিক হবে না। বার্মিংহামের আবহাওয়ায় দুর্দান্ত পারফরম্যান্স একের পর এক ম্যাচে করে যাওয়া খুবই চ্যালেঞ্জিং। সেই নেই ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড একটু চিন্তিত তবে তার মতে প্রতিটি অনুশীলনেই উন্নতি করছে ভারতীয় দল।
এরপর ওয়েলস, কানাডা, ইংল্যান্ডের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে যারা এই আবহাওয়ায় অনেক বেশি অভ্যস্ত। সেইসঙ্গে ভুললে চলবেনা কমনওয়েলথ গেমসে হকির সবচেয়ে বড় শক্তি অস্ট্রেলিয়াকে। এখন অব্দি কমনওয়েলথ গেমসে সবার সোনা জিতেছে অজিদের পুরুষ দল। সেখানে ভারতের সবচেয়ে বড় সাফল্য ২০১০ এবং ২০১৪ সাল মিলিয়ে দুটি রুপো জয়। কাজেই আত্মতুষ্টির কোনও জায়গা নেই।