দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শাবকের! পাশে বসে অনবরত কাঁদছে মা কুকুর, মর্মস্পর্শী ভিডিও দেখে স্তব্ধ নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি জীবনের ক্ষেত্রেই একটি নির্মম সত্যি হল মৃত্যু (Death)। পাশাপাশি প্রতিটি মৃত্যুর ঘটনাই হয় অত্যন্ত বেদনার। এমনকি তা কাঁদিয়ে দেয় প্রিয়জনদেরও। সর্বোপরি, জীবকুলের প্রতিটি সংবেদনশীল প্রাণীর ক্ষেত্রেই এই ঘটনা পরিলক্ষিত হয়। এমনিতেই রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই দুর্ঘটনা এড়াতে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, সেইসব দুর্ঘটনায় নিজেদের ক্ষতি হওয়ার পাশাপাশি থাকে পথ চলতি বিভিন্ন প্রাণীদের ক্ষতি হওয়ার সম্ভাবনাও। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একটি ঘটনার প্রসঙ্গ উপস্থাপিত করব যা মন ভারি করে দেবে সকলের।

সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্টের এবং কঠিন হতে পারে সেই দৃশ্যই যেন ফুটে উঠেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে। আর তা দেখেই কার্যত বাকরুদ্ধ হয়েছেন নেটিজেনেরা। কোনো গাড়িচালকের চরম অসতর্কতার বলি হয়ে অকালে প্রাণ হারায় এক কুকুর শাবক। তারপরেই সেই শাবকের পাশে কাঁদতে দেখা যায় মা কুকুরটিকে। পথচলতি কোন গাড়ির ধাক্কাতেই শেষ হয়ে যায় শাবকটির জীবন। আর তারপর সন্তানশোকে ব্যাকুল হয়ে কাঁদতে থাকে অবলা প্রাণীটি।

প্রসঙ্গত উল্লেখ্য, এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই বিভিন্ন রকমের নিত্য-নতুন ভাইরাল হওয়া সব ভিডিও খুঁজে পাওয়া যায়। সেগুলির মধ্যে কিছু কিছু ভিডিও আমাদের মন ভালো করে দিলেও এমন কিছু ভিডিও থাকে যেগুলি দেখার পর চোখ ভিজে আসে সকলের। পাশাপাশি, মুহূর্তের ভুলেই যে জীবন হানি পর্যন্ত ঘটতে পারে সেই সত্যই যেন ফুটে ওঠে বারবার। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
মূলত ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, রাস্তার উপরেই পড়ে রয়েছে একটি কুকুর শাবকের দেহ। সেটিকে দেখেই বোঝা যাচ্ছে পথ চলতি কোনো গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে তার। এমতাবস্থায়, মৃত শাবকটির পাশেই কাঁদতে দেখা যায় মা কুকুরটিকে। পাশাপাশি সেখানে উপস্থিত ছিল আরও একটি শাবক। সেও কাঁদতে থাকে হাপুস নয়নে।

এদিকে, এই মর্মস্পর্শী দৃশ্যটি দেখেই স্তম্ভিত হয়েছেন নেটাগরিকরা। ইতিমধ্যেই, ফেসবুকে ভিডিওটি শেয়ার করে সকলের উদ্দেশ্যে অনুরোধের সুরে ক্যাপশনে লেখা হয়েছে, “দয়া করে আস্তে গাড়ি চালান।” কারণ, চালকের অসতর্কতার ভুলেই ঘটে গিয়েছে এহেন হৃদয়বিদারক ঘটনা। যা দেখে মন খারাপ হয়েছে প্রত্যেকের। প্রায় ৫০ লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। পাশাপাশি, সন্তান হারানোর পরে মা যে তীব্র কষ্টের সম্মুখীন হন সেই দৃশ্যই যেন স্পষ্টভাবে ফুটে উঠেছে ভিডিওটিতে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর