বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সময়টা একেবারেই ভালো কাটছে না। কিছুদিন আগে ভারতের মাটিতে আয়োজিত সাক্ষাতে সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে ভর করে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ভারতীয় ফুটবল দল। সেপ্টেম্বরেই এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ের ম্যাচে দুর্দান্ত শতরান করে পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছিলেন বিরাট কোহলি। আর আজ এশিয়ান গেমসে (2023 Asian Games) ভারতীয় হকি দল (Indian Hockey Team) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ম্যাচে গুনে গুনে ১০ গোলের মালা পরালো প্রতিপক্ষকে। ভারতীয় অধিনায়ক হরমানপ্রীত হ্যাটট্রিকও করলেন ওই ম্যাচে।
সেপ্টেম্বরের লাস্ট দিনটা এশিয়ান গেমসে ভারতের ভালই কাটলো। কার্তিক কুমার এবং গুলভীর সিং পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে ভারতের জন্য যথাক্রমে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছেন। তার পাশাপাশি ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে পদক নিশ্চিত করে ফেলেছে। সুতীর্থা মুখার্জি এবং আয়হিকা মুখার্জি টেবিল টেনিস মহিলাদের ডাবলসে অন্তত ব্রোঞ্জ জয়ের নিশ্চয়তা দিয়েছেন। আর তারপর ভারতীয় হকি দলের এই দাপট।
এছাড়া রোহন বোপান্না এবং রুতুজা ভোসলে টেনিসের মিক্সড ডাবলসের ফাইনালে জয়ী হয়। এরপর ভারতীয় পুরুষ স্কোয়াশ দল ফাইনালে পাকিস্তানকে চরম হাড্ডাহাড্ডি ম্যাচে পরাজিত করে। এছাড়াও, ভারতীয় বক্সার লভলিনা বোরগোহাইন, প্রীতি এবং নরেন্দর নিজ নিজ বিভাগে সেমিফাইনালে প্রবেশ করে ভারতকে আরও পদক জয়ের নিশ্চয়তা দিয়েছেন।
আরও পড়ুন: বাংলার তিতাসের দাপটে স্বপ্ন সত্যি মহিলা ভারতীয় দলের, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে এলো স্বর্ণপদক
এদিন ভারতীয় হকি দলের অধিনায়ক হরমোন বৃদ্ধ মোট ৪ টি গোল করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়া আরো দুটি গোল করেছেন বরুণ কুমার। মন্দীপ সিং, সুমিত, সমশের সিং এবং ললিত কুমার উপাধ্যায় একটি করে গোল করেছেন। পাকিস্তানের হয়ে ২ টি গোল শোধ দিয়েছিলেন মহম্মদ খান এবং আব্দুল রানা। কিন্তু সেটি তাদের লজ্জা নিবারণের নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না।
আরও পড়ুন: লিগের প্রথম জয়! পিছিয়ে গিয়েও ক্লিয়েটনের জোড়া গোলে দুরন্ত প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের
ক্রিকেটের মাঠেও পাকিস্তানের অবস্থা একেবারেই ভালো নয়। এশিয়া কাপে তারা শোচনীয় পারফরম্যান্স করে টপ করে সবার নিচে থেকে এশিয়া কাপে বিদায় নিয়েছিল। সাত বছর পর ভারতের মাটিতে পা রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল। কিন্তু ওই ম্যাচে ৩৪৫ রান তুলেও জিততে পারেনি তারা। ভারতীয় বংশোদ্ভূত রাঁচিন রবীন্দ্রর ব্যাটের দাপটে তারা ছয় ওভার বাকি থাকতেই ওই ম্যাচে হারে।